২৪ ঘণ্টায় দেশে নভেল ভাইরাস আক্রান্তে রেকর্ড মৃত্যু, সংক্রমণও ঊর্ধ্বমুখী

মারণ ভাইরাসে এবার একদিনে সর্বাধিক আক্রান্তের মৃত্যু ঘটল ভারতে। গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা ৪৪৫। একইসঙ্গে

প্রতিদিনই আক্রান্ত বাড়ছে লাফিয়ে লাফিয়ে। সারা দেশে এখনও পর্যন্ত মহামারিতে আক্রান্তর সংখ্যা প্রায় ৪ লক্ষ ২৫ হাজার ছাড়িয়েছে। বিশ্বে বিধ্বস্ত দেশ গুলির মধ্যে ভারতের এখন চতুর্থ। আজ, সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী সারা দেশে সক্রিয় আক্রান্তর সংখ্যা ১ লক্ষ ৭৪ হাজার ৩৮৭। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৩ হাজার ৬৯৯ জনের।

তবে স্বস্তির খবরও আছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লক্ষ ৩৭ হাজার ১৯৫ জন। সারা দেশে সুস্থ হওয়ার হার ৫৫.৭৭ শতাংশ। আক্রান্তর থেকে সুস্থ হওয়ার অনুপাত বেশি।

Previous articleশীর্ষ আদালতের রায় দেখেই উচ্চ মাধ্যমিকের ভাগ্য স্থির হবে
Next articleএই মেট্রো স্টেশনটি পরিচালনা করবেন রূপান্তরকামীরা