Thursday, November 13, 2025

উচ্চ প্রাথমিক টেট উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগের আশ্বাস শিক্ষামন্ত্রীর

Date:

Share post:

খুব শীঘ্রই জট কাটতে চলেছে উচ্চ প্রাথমিক টেট উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগের। শিক্ষামন্ত্রীর আশ্বাস, খুব তাড়াতাড়ি টেট পাস প্রার্থীদের কথা ভাবা হবে। অর্থাৎ শিক্ষামন্ত্রীর বক্তব্য অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া শুরু হলে ভাগ্য খুলবে প্রশিক্ষিতদের। এছাড়াও খুব তাড়াতাড়ি প্রাথমিক পরীক্ষারও সময়সূচী প্রকাশ করবে শিক্ষা দফতর।

অভিযোগ, ২০১৪ এর প্রাথমিক টেটে ব্যাপক দুর্ণীতির ফাঁস রুখতে প্রাথমিক শিক্ষা পর্ষদ নোটিফিকেশনে টেট পাশ সার্টিফিকেট দেওয়ার কথা উল্লেখ করেও কোনো টেট পাশ সার্টিফিকেট দেয় নি, যা NCTE – নিয়মেরও পরিপন্থী; কারণ NCTE নিয়মে স্পষ্ট উল্লেখ করা আছে একবার টেট পাশ করলে, উত্তীর্ণ প্রার্থীদের সার্টিফিকেট দিতে হবে যার মেয়াদ থাকবে ৭ বছর পর্যন্ত।

কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ দুর্ণীতি ফাঁস রুখতে নিজেদের কথার খেলাপ করে ও NCTE নিয়ম ভেঙে কাউকেই কোনো টেট পাশ সার্টিফিকেট দেয় নি। এর প্রতিবাদে নিজেদের দাবি আদায় করার জন্য দুইজন উচ্চ প্রাথমিক টেট উত্তীর্ণ প্রার্থী, শেখ নাসিম আহমেদ ও হাসিবুল রহমান মন্ডলের উদ্যোগে প্রায় পাঁচ শতাধিক টেট উত্তীর্ণ প্রার্থী গণ ইমেল কর্মসূচিতে অংশ নেন। গণ মেইল পাঠানো হয় কোলকাতা হাইকোর্টের রেজিস্টার জেনারেলের কাছে। সরাসরি কোলকাতা হাইকোর্টের রেজিস্টার জেনারেলের কাছে ইমেইল করে দীর্ঘদিন ধরে ডিভিশান বেঞ্চে ঝুলে থাকা উচ্চ প্রাথমিক টেট পাশ সার্টিফিকেট সংক্রান্ত মামলাটির (MAT/808/2019) দ্রুত নিস্পত্তির আর্জি জানান চাকুরিপ্রার্থীরা।

এই বিষয়ে বিশিষ্ট শিক্ষাবিদ কামাল হোসেন বলেছেন, হাইকোর্টের রেজিস্টার জেনারেল সরাসরি এই রায়ের ব্যাপারে হস্তক্ষেপ করতে পারবেন না। তাঁকে হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে সুপারিশ করতে হবে। এছাড়া শিক্ষা দফতর সূত্রে জানা গেছে, শিক্ষা দফতর খুব তাড়াতাড়ি আপার প্রাইমারি টেটের জট খোলার ব্যাপারে পদক্ষেপ নিতে চলেছে।

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...