Thursday, November 13, 2025

সর্বদলীয় বৈঠকে মমতার কাছে রাজ্য সরকারের যে দুর্নীতিগুলি নিয়ে নালিশ করবেন দিলীপ

Date:

আগামী ২৪ জুন বিকেল তিনটের সময় রাজ্য সরকারের সদর দফতর নবান্নে করোনা ও আমফানে বিপর্যস্ত বাংলার সাম্প্রতিক কঠিন পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনীতির ঊর্ধ্বে উঠে মুখ্যমন্ত্রী রাজ্যের বিরোধী দলগুলির শীর্ষ নেতাদের নিজে ফোন করে এই বৈঠকে যোগ দেওয়ার আহ্বান করেন। যেখানে সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিলীপ ঘোষকে ফোন। যা এখন সব মহলে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

এই প্রসঙ্গে এদিন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, সরকার দেরিতে হলেও সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এবং মুখ্যমন্ত্রী স্বয়ং ফোন করে মিটিংয়ে থাকার জন্য তাঁকে আমন্ত্রণ করেছেন। তিনি আরও বলেন, অন্তত দু’মাস আগে এই বৈঠক হওয়া উচিত ছিল। এ বিষয়ে একাধিকবার তাঁরা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। এবার তাই সরকারের জ্ঞাতার্থে বিজেপি তাদের বক্তব্য তুলে ধরবে এই বৈঠকে।

এরপরই দিলীপ ঘোষ বলেন, সর্বদলীয় বৈঠকে তাঁরা রাজ্যের বেশকিছু দফতরের দুর্নীতি নিয়ে সরব হবেন। মুখ্যমন্ত্রীকে তা নিয়ে অভিযোগ করবেন। বিভিন্ন দফতরে দুর্নীতি হচ্ছে এমন অভিযোগ তুলে এদিন সাংবাদিক সম্মেলন করে তথ্য-সহ বিবৃতি পাঠ করে বিশেষ দুটি দফতরের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেন দিলীপ ঘোষ।

ইস্ট ক্যালকাটা ওয়েট ল্যান্ড ও বেনফিশের দুর্নীতি নিয়ে তিনি সর্বদলীয় বৈঠকে মুখ্যমন্ত্রীর সামনে সরব হবেন বলে স্পষ্ট জানান রাজ্য বিজেপি সভাপতি। এবং ঠিক কী বিষয়ে অভিযোগ তুলবেন, এদিন সেটাও জানিয়ে দেন তিনি।

একইসঙ্গে, সুপার সাইক্লোন আমফানের ত্রাণের দুর্নীতি প্রসঙ্গে এদিন দিলীপ ঘোষ বলেন, কেন্দ্র থেকে দুর্গতদের জন্য ২০ হাজার টাকা নিয়ে ব্যাপক দুর্নীতি চলেছে। উত্তর ২৪ পরগণার আমডাঙাতে যে ১৪২জন বাড়ি তৈরির কুড়ি হাজার টাকা করে পেয়েছে তাদের সকলেরই পাকা বাড়ি আছে। এবং তারা বেশিরভাগই তৃণমূলের নেতাদের ঘনিষ্ঠ।

সেইসঙ্গে মারাত্মক অভিযোগ তুলে বলেন, ক্ষতিগ্রস্ত মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। দিলীপ ঘোষের দাবি, যত টাকা বেশি বিলি হবে তত ভাগ-বাটোয়ারা নিয়ে সংঘর্ষ বাড়বে।

Related articles

সলিল স্মৃতিতে প্রকাশিত স্বর্ণমুদ্রা

কিংবদন্তি সুরকার, কবি ও গীতিকার সলিল চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে শহরজুড়ে সুরের উন্মাদনার মাঝেই আজ 'শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স'...

আধার কার্ডকে শিখণ্ডী করে নাম বাদের ফন্দি! আইনি লড়াই – গণআন্দোলনের হুঁশিয়ারি তৃণমূলের 

বিস্ফোরক তথ্য। আধার-কার্ডকে শিখণ্ডী করে ভোটার তালিকা থেকে নাম বাদের ফন্দি চলছে। নেপথ্যে রয়েছে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র। যারা...

KIFF: সমাপ্তির বিষাদ ভুলে চলচ্চিত্র উৎসব প্রাঙ্গণে সিনে দশমীর বর্ণময় অনুষ্ঠানের জৌলুস 

শহরে এসেছিল দেশ বিদেশের ছবি। এক সপ্তাহ ধরে জমল সিনে আড্ডা। নানা ভাষার সিনেমা দেখে উচ্ছ্বসিত সাধারণ দর্শক...

লাদাখে চালু হল বিশ্বের সর্বোচ্চ বিমানঘাঁটি

১৩,৭০০ ফুট উচ্চতা নিয়ে বিশ্বের সেরা সামরিক বিমানঘাঁটি তৈরী হল এবার লাদাখে। লাদাখের চাংথাং নিওমা বিমানঘাঁটি বুধবার বায়ুসেনা...
Exit mobile version