ব্লুমবার্গ বিলিয়নারিস ইনডেক্সের প্রথম দশে মুকেশ আম্বানি

ব্লুমবার্গ বিলিয়নারিস ইনডেক্সের প্রথম দশে জায়গা করে নিলেন রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি। সোমবার ব্লুমবার্গ বিলিয়নারিস ইনডেক্স বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকা প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে প্রথম স্থানে রয়েছে আমাজনের কর্ণধার জেফ বেজস। দ্বিতীয় স্থানে মাইক্রোসফট কর্তা বিল গেটস। তৃতীয় স্থানে রয়েছেন ফেসবুক স্রষ্টা মার্ক জুকারবার্গ। ওই তালিকায় প্রথম দশে ভারতীয় হিসেবে নাম রয়েছে একমাত্র মুকেশ অম্বানির। নবম স্থানে জায়গা করে নিয়েছেন তিনি। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৬৪.৫ বিলিয়ন ডলার।