Thursday, January 8, 2026

অগ্ন্যাশয় থেকে বেরল ২ কেজির টিউমার! বিরল অস্ত্রোপচার এসএসকেএমে

Date:

Share post:

দীর্ঘদিন ধরে পেটের যন্ত্রণায় ভুগছিলেন যুবক। ভেবেছিলেন গ্যাস অম্বলের ব্যথা। বহু জায়গায় চিকিৎসা করেও কোনও লাভ হয়নি। অবশেষে এসএসকেএম হাসপাতালে ভর্তি হন মুর্শিদাবাদের কান্দির বড়েঞা থানা এলাকায় মালিয়ান্দি গ্রামের বাসিন্দা অনুপকুমার মণ্ডল। বিভিন্ন পরীক্ষা করে অগ্ন্যাশয়ের মধ্যে বিরল টিউমার ধরা পড়ে। চিকিৎসার পরিভাষায় যার নাম ‘‌‌প্যানক্রিয়াটিক নিউরো এন্ডোক্রিন টিউমার’। তারপর সাড়ে তিন ঘণ্টা ধরে অস্ত্রোপচার করে রোগীকে নবজীবন দেন এসএসকেএমে সার্জারি বিভাগের ইউনিট ছয়–এর চিকিৎসকরা। অস্ত্রোপচারের পর সপ্তাহখানেক কেটেছে। রোগী এখন ভাল আছেন। কিছুদিন পর তাঁকে ছুটি দেওয়া হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
পেশায় চাষি ওই যুবক মাস তিনেক আগে প্রথমে মুর্শিদাবাদের কান্দি হাসপাতালে দেখান। তারপর বোলপুর মহকুমা হাসপাতালে। পরে বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে দেখালে ২৯ মার্চ রেফার করা হয় এসএসকেএমে। কিন্তু লকডাউনের জন্য তেত্রিশ বছরের ওই যুবক আসতে পারেননি। ২৩ মে আসেন কলকাতায়। সার্জারি বিভাগের ওপিডিতে চিকিৎসকরা দেখার পর ভর্তি নেন। সিটি স্ক্যান, এমআরআই, প্রয়োজনীয় রক্ত পরীক্ষা করা হয়।
৯ জুন সার্জারি বিভাগের অধ্যাপক ডাঃ বিতানকুমার চট্টোপাধ্যায়ের নেতৃত্বে অত্যন্ত সন্তর্পণে পেট কেটে সম্পূর্ণ টিউমার বের করে দেখার পর অবাক হন। টিউমারের ওজন দু কিলো হলেও দৈর্ঘ্য প্রস্থে ও লম্বায় ছিল ১৫/১৩/‌‌১০ সেন্টিমিটার। অস্ত্রোপচারে সহায়তায় ছিলেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসার ডাঃ সুনন্দ দে, চিকিৎসক পবন মণ্ডল, দেবতনু হাজরা, চন্দ্রিকা ভট্টাচার্য। শুক্রবার রোগীর মা বলেন, ‘‌ছেলে আগের থেকে এখন একটু ভাল আছে।’
চিকিৎসকরা জানান, অগ্ন্যাশয়ে এই ধরনের টিউমার হলেও তা সাধারণত ছোট আকৃতির এবং ফাংশনাল হয়। কিন্তু এই রোগীর টিউমার অত্যন্ত বিরল প্রজাতির। প্রথমত তাঁর টিউমারটি অনেক বড়। দ্বিতীয়ত ম্যালিগন্যান্ট (‌ক্যান্সার প্রবণ)‌ হওয়া সত্ত্বেও নন–‌ফাংশনাল ছিল অর্থাৎ শারীরিক কোনও কার্যকারিতা ব্যাহত হয়নি।

spot_img

Related articles

এক দফাতেই রাজ্যে বিধানসভা ভোট? কেন্দ্রীয় বাহিনী নিয়ে আশ্বস্ত নির্বাচন কমিশন

রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কোনও সমস্যা হবে না বলে আশ্বাস দিল নির্বাচন কমিশন।...

আউটরাম ঘাট থেকে মেলার সূচনা! বৃহস্পতিবার গঙ্গাসাগর মেলা ট্রানজিট পয়েন্টের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

পুণ্যার্থীদের সুবিধার্থে এ বারও সেজে উঠেছে গঙ্গাসাগর মেলার কলকাতা ট্রানজিট পয়েন্ট। প্রতিবছরের মতোই সশরীরে গঙ্গাসাগরে গিয়ে পুণ্যার্থীদের জন্য...

আইপিএলের আগেই বিয়ে? অর্জুন তেন্ডুলকরের বিয়ের দিনক্ষণ ঘিরে জল্পনা

কয়েক মাস আগে নীরবে বাগদান সেরেছিলেন অর্জুন তেন্ডুলকর। তারপর থেকেই কবে সানিয়া চন্দোকের সঙ্গে শচীনপুত্রের বিয়ে, তা নিয়ে...

“স্পনসরকে সরিয়ে আইএফএ-কে দুর্বল করার চেষ্টা”, সৌরভকে ধুয়ে দিলেন অনির্বাণ

নতুন বছরের শুরুতেই সরগরম কলকাতা ময়দান। বেটিং থেকে ম্যাচ ফিক্সিং একাধিক ইস্যুতে বিতর্ক ক্রমশ বাড়ছে। খোদ আইএফএ-র দুই...