Friday, November 14, 2025

বিমানবন্দরে পার্কিং ফি’র নামে তোলাবাজি! দমদম কর্তৃপক্ষ যেন অন্ধ ধৃতরাষ্ট্র

Date:

দ্রুত উড়ান ধরার সমস্যাকে হাতিয়ার করে প্রকাশ্যে জালিয়াতি চলছে দমদম বিমানবন্দরে। কোভিড পরবর্তী সময়ে বিমানবন্দর খোলার পরেই এই পরিস্থিতি প্রকাশ্যে এসেছে। বিমানবন্দর কর্তৃপক্ষ সমস্ত কিছু জানার পরেও চোখ বন্ধ করে অন্ধ ধৃতরাষ্ট্রর ভূমিকা নিয়েছে।

বিমানবন্দরের নিয়ম অনুযায়ী প্রবেশের সময় পার্কিং টোল কাউন্টার আছে। নিয়ম হলো, সেখানে একটি কুপন দেওয়া হয়। সময় ১০ মিনিট। এর মধ্যে বিমানবন্দর থেকে বেরিয়ে গেলে কোনও টাকা লাগবে না। সময় পেরলে নির্দিষ্ট পরিমাণ অর্থ। কিন্তু এই প্রতিবেদকসহ প্রায় সকলের অন্য অভিজ্ঞতা। ব্যাপারটা এইরকম, বিমানবন্দরে ঢুকতে নেওয়া হচ্ছে টাকা!

সেটা কী?
টোল ট্যাক্সের ঢোকার মুখেই ধরিয়ে দেওয়া হচ্ছে একটি ১০০টাকার কুপোন। মহেশ সানি এন্টারপ্রাইজেস প্রাইভেট লিমিটেডের নামে ওই কুপোন। কিন্তু কেন? জানতে চাইলে বলা হচ্ছে গাড়ি পার্কের। উত্তরে বললাম গাড়ি তো পার্ক করব না। ছেড়ে চলে আসব। পাল্টা জানানো হলো এটা দিতে হবে। কিন্তু কেন? বলা হলো ওনার সঙ্গে কথা বলুন। এবার ‘তাঁর’ সঙ্গে কথা হলো। বোঝাতে পারছেন না। বলছেন এটা লাগছে। বললাম এয়ারপোর্টের গেটের সামনে কোনও গাড়িকেই দাঁড়াতে দেয় না। ফলে দাঁড়িয়ে থাকার প্রশ্ন নেই। আর ১০ মিনিটের নির্দিষ্ট সময় পেরলে তো টাকা নেওয়ার অনুমতি আছে সেটা নিন। তীব্র বাক বিতন্ডার পর আমাদের ছাড়া হলো। কিন্তু চোখের সামনে দেখলাম আমার চোখের সামনে দিয়ে আরও বহু গাড়িকে দাঁড় করিয়ে এই বেআইনি টাকা তোলা অবাধে চলছে। বিমানবন্দর কর্তৃপক্ষ কী জেনেও না জানার ভান করে বসে আছে! নাকি নিন্দুকরা যেটা বলছে… কিছু ওনাদের পকেটেও ঢুকছে, সেটাই বিশ্বাস করতে হবে!!

Related articles

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...
Exit mobile version