Friday, November 14, 2025

বেঙ্গালুরুতে স্ত্রীকে মেরে কলকাতায় এসে শাশুড়িকে খুন করে আত্মঘাতী জামাই

Date:

ফের কলকাতা শহরে খুন এবং আত্মহত্যার ঘটনা। বেঙ্গালুরুতে স্ত্রীকে খুন, কলকাতায় ফিরে শাশুড়িকে খুন করে আত্মঘাতী জামাই৷ একই ঘরে মিলল দু’জনের নিথর দেহ। আর গোটা ঘটনার সাক্ষী থাকলেন শ্বশুর। ভয়ে দরজা আটকে পাশের ঘরে আশ্রয় নেন তিনি।

শাশুড়িকে খুন করে জামাইয়ের আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্যকর মোড়। পুলিশ সূত্রে খবর, বেঙ্গালুরুতে স্ত্রীকে খুন করে কলকাতায় ফিরে শাশুড়িকে খুন করে আত্মঘাতী জামাই। অমিত আগারওয়াল (৪২) বেঙ্গালুরু থেকে রবিবার বিমানে কলকাতায় ফেরেন। অমিত একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং তাঁর স্ত্রী শিল্পী আগারওয়াল (৩৮) একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। জানা গিয়েছে, তাঁরা দু’বছর ধরে আলাদা থাকছিলেন। বিচ্ছেদের মামলা চলছিল।

সোমবার সন্ধে নাগাদ এই ঘটনা ঘটে ফুলবাগান এলাকায়। পরপর ২টি গুলির আওয়াজ শোনা যায় ফুলবাগানের রামকৃষ্ণ সমাধি রোডের রামেশ্বরম আবাসনে। ওই আবাসনের তিনতলায় থাকতেন ললিতা ঢনঢনিয়া ও তাঁর স্বামী সুভাষ ঢনঢনিয়া(৬০)।

শাশুড়ি ললিতা ঢনঢনিয়াকেও গুলি করে খুন করে অমিত। ভয় পেয়ে শ্বশুর ফ্ল্যাটের বাইরে বেরিয়ে বাইরে থেকে দরজা আটকে পাশের ফ্ল্যাটে আশ্রয় নেয়। পরে নিজেও আত্মঘাতী হন অমিত।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফুলবাগান থানার পুলিশ। থেকে দরজা ভেঙে পুলিশ দেখে বীভৎস কাণ্ড। ঘরের মেঝেতে তখন পড়ে রয়েছেন রক্তমাখা ললিতা ঢনঢনিয়া। আর বিছানায় তাঁর জামাইয়ের রক্তাক্ত দেহ। একই সঙ্গে ঘরে থেকে একটি ৬ এমএম পিস্তল উদ্ধার করে পুলিশ।

পুলিশের প্রাথমিকভাবে জানা গিয়েছে, মৃত অমিত আগরওয়ালের মাথায় গুলি লেগেছে। ফুলবাগান থানা বলছে অমিতের সুইসাইডাল নোট উদ্ধার করা হয়েছে। অন্যদিকে, ললিতাদেবীর বুক ও পেটে গুলির চিহ্ন রয়েছে। ঘটনাস্থলে রয়েছেন কলকাতা পুলিশের হোমিসাইড অফিসাররা।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version