সমাধান কী মিলবে? ফের ভারত-চিন সামরিক পর্যায়ের বৈঠক হতে পারে চলতি সপ্তাহেই

প্রথম পর্বে সমাধান অধরা। ফের ভারত-চিন সামরিক পর্যায়ের বৈঠক হতে পারে চলতি সপ্তাহেই।
চিন ফের ‘আগ্রাসী আচরণ’ করলে সামরিক বাহিনীকে ‘যথাযথ জবাব’ দেওয়ার ‘পূর্ণ স্বাধীনতা’ দিয়েছে কেন্দ্র। শুধু লাদাখ বা গলওয়ান উপত্যকা নয়, ভারত-চিন সীমান্তের পুরো এলাকাতেই সেনার তিন বাহিনীকে এই কড়া অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী। এরপরই নড়েচড়ে বসেছে বেজিং। জানা গিয়েছে , এ মুহূর্তে নিজেদের অবস্থানেই অনড় থাকছে চিন।
আসলে
চিন সীমান্তে নিরাপত্তায় কোনও ফাঁক রাখতে চাইছে না ভারত। সীমান্তে আকাশপথে কড়া নজরদারি চলছে। যদিও বায়ুসেনার তরফে জানানো হয়েছে, গত কয়েক মাসে আকাশপথে কোনও চিনা অনুপ্রবেশ হয়নি। এই আবহে চলতি সপ্তাহের বৈঠকে আদৌ সমাধান সূত্র মেলা নিয়ে রীতিমতো সন্দিহান কূটনৈতিক মহল।

Previous articleভারতের হয়ে খেলা হল না, প্রয়াত কিংবদন্তি স্পিনার রাজিন্দর গোয়েল
Next article*পরিকল্পনামাফিক আটকানো হয়েছে রথযাত্রা, অভিযোগ পুরীর শঙ্করাচার্যের*