Monday, November 17, 2025

যাত্রাশিল্প আর মাথা তুলতে পারবে? রথের দিন উত্তর খুঁজছে চিৎপুর

Date:

মহামারির আবহে থমকে গিয়েছে চিৎপুর৷ ফের কবে হবে যাত্রাপালা, আদৌ আর হবে কি’না, চিৎপুর জানে না৷ রথের দিন নতুন যাত্রাপালা আত্মপ্রকাশ না করার ঘটনা চিৎপুর যাত্রা পাড়ায় এটাই প্রথমবারের অঘটন।

অনিশ্চয়তার মেঘ আর অনাহার এখন চিৎপুরের সঙ্গী৷ সব থেকে খারাপ অবস্থা যাত্রাপালার সঙ্গে যুক্ত দিন মজুরি-র ভিত্তিতে কাজ করা কর্মীরা। অনামী শিল্পী, মিউজিক বা লাইট বয়, যাত্রা দলগুলির ম্যানেজারদের৷ যাত্রা দলগুলির সঙ্গে যুক্ত কর্মীরা বেশিরভাগই গ্রাম থেকে আসেন কাজ করতে। এখন তারা গ্রামে ফিরে অর্থকষ্টে ভুগছেন। সাম্প্রতিক মহামারি সম্ভবত পাকাপাকিভাবেই তুলে দিলো বিনোদন শিল্পের অন্যতম স্তম্ভ, যাত্রাশিল্পকে৷

রথযাত্রার সঙ্গে যাত্রাশিল্পের নাড়ির যোগ৷ রথের দিনের খবরের কাগজের পাতাজুড়ে থাকতো বিভিন্ন অপেরার বড় বড় বিজ্ঞাপন৷ একাধিক সংবাদপত্র যাত্রা নিয়ে আলাদা সাপ্লিমেন্টও প্রকাশ করতো৷ এসব এখন অতীত৷ মঙ্গলবার কোনও খবরের কাগজেই যাত্রার বিজ্ঞাপন নেই, আলাদা সাপ্লিমেন্ট তো দূরের কথা৷

চিৎপুরের রাস্তার দু’পাশ জুড়ে যাত্রা কোম্পানির পর পর অফিসঘর খাঁ খাঁ করছে৷ দেখা যেতো, রংচঙে ফ্লেক্সে- এ নতুন পালার ঘোষণা৷ চমক দেওয়া পালার নাম৷ এ বছর সব ফাঁকা৷ রথযাত্রার দিনই মোটামুটি গোটা বছরের বায়না হয়ে যেতো৷ এবার তাও ঢুকে গিয়েছে ইতিহাসের গর্ভে৷ চিৎপুর বা রবীন্দ্র সরণীর মেজাজটাও এবার হারিয়ে গিয়েছে৷ মহামারি আর সামাজিক দূরত্ববিধির ফাঁসে যাত্রাপাড়া হারিয়েছে চেনা ছন্দ।
রথযাত্রার দিনকে শুভ মহরত হিসেবে এতদিন মানতো চিৎপুরের যাত্রা সংস্থাগুলি। রথযাত্রার দিন থেকেই প্রস্তুতিও শুরু করতেন শিল্পী, প্রযোজক, পালাকার, কলাকুশলীরা। এবারের রথের দিন চিৎপুরে গিয়ে বোঝার উপায় নেই৷ সেই গমগমে পরিবেশ উধাও৷ অধিকাংশ যাত্রা সংস্থার অফিসই বন্ধ৷ এবার সব শুনশান। এ বছর বুকিং তো দূরের কথা, যাত্রাপালা আর কোনওদিন মাথা তুলতে পারবে কি’না, রথের দিন সেই উত্তরই খুঁজছে চিৎপুর৷

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version