পরিযায়ী শ্রমিকদের জন্য ৫৩ কোটি টাকা দিচ্ছে কেন্দ্রীয় সরকার, দাবি রাহুল সিনহার

করোনা মোকাবিলায় দীর্ঘ লকডাউনের সময় ভিন রাজ্যে আটকে পড়া এ রাজ্যের পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে পাশে ছিল না রাজ‍্য সরকার। আজ, মঙ্গলবার বিজেপি কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা জানিয়েছেন, পিএম কেয়ার ফান্ডের থেকে ৫৩ কোটি টাকা রাজ‍্য সরকারকে দেওয়া হচ্ছে।

একইসঙ্গে তিনি মুখ‍্যমন্ত্রীর কাছে আবেদন করে বলেন, “পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়ে তাঁদের জন্য দেওয়া ৫৩ কোটি টাকা ব‍্যয় করুন।”

এরপর রাহুল সিনহা অভিযোগ করে বলেন, পরিযায়ী শ্রমিকদের কোয়ারেন্টাইনে রেখে মানসিক অত‍্যাচার করেছে রাজ‍্য সরকার।

Previous articleনয়াদিল্লির পাক দূতাবাসের অর্ধেক কর্মীকে দেশে ফিরে যেতে নির্দেশ দিল ভারত
Next articleমাত্র ১৩ দিনেই ‘বাংলার যুবশক্তি’-তে সামিল এক লক্ষ যুবযোদ্ধা