Wednesday, December 17, 2025

বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে বাম- কংগ্রেস প্রথম বৈঠক বুধবার

Date:

Share post:

দীর্ঘসময় হাতে নিয়েই সলতে পাকানোর কাজে নেমে পড়ছে রাজ্যের বাম ও কংগ্রেস৷ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে আগামীকাল, বুধবার কংগ্রেস ও বামফ্রন্টের প্রথম বৈঠক হতে চলেছে।

এই বৈঠকের দিন ঠিক করেছেন ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র৷ দু’তরফের অন্দরের খবর, আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেই এই বৈঠক৷ বৈঠকে একগুচ্ছ যৌথ কর্মসূচি গ্রহণ করা হতে পারে৷ কোন কোন ইস্যুতে জেলা ও ব্লক স্তর পর্যন্ত যৌথ আন্দোলন নিয়ে যাওয়া হবে, তাও ঠিক করা হবে।

এছাড়া ফ্রন্ট শরিক ফরওয়ার্ড ব্লকের প্রস্তাব অনুসারে বাম ও কংগ্রেস জোটকে কোনও ‘মঞ্চ’র আকার দেওয়া কি’না এবং সেই মঞ্চের নামকরণ নিয়েও এদিন আলোচনা হবে। ওদিকে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব চাইছেন, রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনের ভাগাভাগি আগেই হয়ে যাক৷ কিছু আসনে বিশিষ্ট ব্যক্তিদের প্রার্থী করা যায় কি না, তা নিয়েও আলোচনা চায় কংগ্রেস ৷
এই কাজ সেরে রাখলে নির্বাচনের আগে আসন ভাগাভাগি নিয়ে জটিলতা এড়ানো যাবে৷ এই বিষয়ে সিপিএম কী ভাবছে, তা স্পষ্ট হয়নি। গত শুক্রবার, ১৯ জুন এই বৈঠক হওয়ার কথা থাকলেও জোটকে মঞ্চের চেহারা দেওয়া নিয়ে বামফ্রন্টের অন্দরের বিরোধের জেরে ওই বৈঠক হতে পারেনি।

spot_img

Related articles

ইরানে খেলতে না যাওয়ার জের, মোটা অঙ্কের জরিমানা সঙ্গে কড়া শাস্তি বাগানের

পর পর দুই মরশুম এসিএল(ACL2) থেকে নাম প্রত্যাহারের জের। ২০২৭-২৮ মরশুম পর্যন্ত এএফসির টুর্নামেন্টে খেলতে পারবেনা মোহনবাগান(Mohun Bagan),...

খুচরো ব্যবসায়ীদের পাশে রাজ্য, বাংলার প্রতিটি জেলা ট্রেডার্স ওয়েলফেয়ার বোর্ড: ঘোষণা মুখ্যমন্ত্রীর

খুচরো ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে রাজ্যের প্রতিটি জেলায় ট্রেডার্স ওয়েলফেয়ার বোর্ড (Traders Welfare Board) গঠন করবে সরকার। বুধবার, নেতাজি...

হরিণঘাটায় আইসক্রিম কারখানায় বিস্ফোরণ! ছিন্নভিন্ন মালিকের দেহ, আহত ১

নদিয়ার হরিণঘাটায় আইসক্রিম কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। বুধবার সকালে বিরহী-১ গ্রাম পঞ্চায়েতের হালদারপাড়া এলাকায় এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কারখানার...

শহরতলি-মফঃস্বলে যানজটের মোকাবিলার বেসরকারি সংস্থাকে দিয়ে সমীক্ষা শুরু রাজ্যের

শহরতলি ও মফঃস্বল এলাকায় ক্রমবর্ধমান যানজটের সমস্যা (West Bengal Traffic) মোকাবিলায় পথ খুঁজতে বেসরকারি সমীক্ষা সংস্থাকে দিয়ে সমীক্ষা...