Saturday, December 27, 2025

প্রবল দিলীপ-বিস্ফোরণ! দয়া নয়, বিজেপি হিংসাও জানে, তুমি তরোয়াল নিয়ে এলে আমিও আনব

Date:

Share post:

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বলিদান দিবস উপলক্ষে আবার বোমা ফাটালেন দিলীপ ঘোষ। বললেন, ‘ আবার বলছি বদলা নেব। যারা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের খুনি, যারা আমাদের ১০৪ জন কর্মীকে খুন করেছে, তাদের সাজা তো পেতেই হবে। বলিদানে আমরা ভয় পাই না। তোমাদের পশ্চিমবাংলায় থাকতে হবে, চাকরি করতে হবে। বিজেপি শাসকের ভূমিকায় এলে সমস্ত দোষের, সমস্ত খুনের সাজা আমরা সেদিন দেব। পাল্টা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, এসব মারব, কাটব, ধরবার রাজনীতি পশ্চিমবঙ্গের মানুষ মেনে নেবেন না। রবীন্দ্রনাথ, নজরুল, বিবেকানন্দের এই রাজ্য বিজেপিকে ছুড়ে ফেলে দেবে। হিংসার রাজনীতি দেশের মানুষ নেবেন না।

বিজেপির রাজ্য সদর দফতরে বলিদান দিবস উপলক্ষে বদলা এবং বদল এর প্রসঙ্গ ফের উত্থাপন করেন দিলীপ। বলেন, বদল তো করবেনই রাজ্যের মানুষ, শুধু সময়ের অপেক্ষা। কিন্তু বদলাও নেব। যারা মায়ের কোল খালি করছে, যারা বাবার হাতে মৃত সন্তান তুলে দিচ্ছে, রক্তগঙ্গা বইয়ে দিচ্ছে, সেই অপরাধের বদলা আমরা নেব। এটাই শ্যামাপ্রসাদের স্বপ্ন ছিল। তুমি তরোয়াল নিয়ে এলে আমি তরোয়াল নিয়ে আসব। তুমি ছুরি নিয়ে এলে আমি ছুরি নিয়ে আসব। আর তুমি হাতজোড় করে এলে আমিও হাতজোড় করে আসবো, তোমাকে বুকে জড়িয়ে নেবো। বিজেপির হিংসা করার ক্ষমতা আছে। যে হিংসা করতে পারে না, সে কাপুরুষের মতো দয়ার কথা বলে। এরকম কাপুরুষের মত যারা দয়ার কথা বলছে, তারাই আমাদের ১০৫জন কর্মীকে হত্যা করেছে। তাদেরও দিন আসছে। হিসাব কড়ায়-গণ্ডায়, সুদে-আসলে বুঝিয়ে দেব। যদি সুস্থ থাকতে চাও তাহলে আমাদের সুস্থ থাকতে দাও। যদি শান্তি চাও তাহলে আমাদের শান্তিতে থাকতে দাও। আর যদি গণতন্ত্র চাও তাহলে আমাদের গণতান্ত্রিক অধিকার হরণ কোরো না। বিজেপির সদর দফতরের সামনে এই অনুষ্ঠানে দিলীপ ছাড়াও ছিলেন সায়ন্তন বসু, প্রতাপ মুখোপাধ্যায়, জয়প্রকাশ মজুমদার, অগ্নিমিত্রা পাল প্রমুখ।

spot_img

Related articles

‘জনগণমন’ প্রথম গাওয়া হয়েছিল আজকের দিনে, জাতীয় সংগীতকে স্মরণ অভিষেকের

জাতীয় সঙ্গীত হিসেবে রচিত হওয়ার অনেক আগেই 'জনগণ মন অধিনায়ক জয় হে' গানটি রচিত হয়েছিল। কবিগুরুর সেই অমর...

তাপমাত্রার পারদের পতন অব্যাহত, শনিবার মরশুমের শীতলতম দিন

বছর শেষের বাংলা জুড়ে শীতের (Winter) জমাট ব্যাটিং, প্রতিদিনই নামছে তাপমাত্রার (Temparature)পারদ। কলকাতা সহ গোটা রাজ্যে তাপমাত্রার পারদ...

শীতের আমেজে মিতিন মাসি স্পেশাল স্ক্রিনিংয়ে তারকা সম্ভার

মহিলা গোয়েন্দা চরিত্র হিসেবে বাঙালি পাঠকের মনে বড় অংশ জুড়ে আজও মিতিন মাসি( Mitin Masi)। আর সেই মিতিনকে...

গুরুত্বপূর্ণ বৈঠকের আগে ইউক্রেনের রাজধানীতে ভয়াবহ বিস্ফোরণ

শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠেছে ইউক্রেনের রাজধানী কিয়েভ (Kyiv)। শনিবার ভোরের দিকে রাজধানী শহরের বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ...