Sunday, November 16, 2025

প্রবল দিলীপ-বিস্ফোরণ! দয়া নয়, বিজেপি হিংসাও জানে, তুমি তরোয়াল নিয়ে এলে আমিও আনব

Date:

Share post:

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বলিদান দিবস উপলক্ষে আবার বোমা ফাটালেন দিলীপ ঘোষ। বললেন, ‘ আবার বলছি বদলা নেব। যারা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের খুনি, যারা আমাদের ১০৪ জন কর্মীকে খুন করেছে, তাদের সাজা তো পেতেই হবে। বলিদানে আমরা ভয় পাই না। তোমাদের পশ্চিমবাংলায় থাকতে হবে, চাকরি করতে হবে। বিজেপি শাসকের ভূমিকায় এলে সমস্ত দোষের, সমস্ত খুনের সাজা আমরা সেদিন দেব। পাল্টা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, এসব মারব, কাটব, ধরবার রাজনীতি পশ্চিমবঙ্গের মানুষ মেনে নেবেন না। রবীন্দ্রনাথ, নজরুল, বিবেকানন্দের এই রাজ্য বিজেপিকে ছুড়ে ফেলে দেবে। হিংসার রাজনীতি দেশের মানুষ নেবেন না।

বিজেপির রাজ্য সদর দফতরে বলিদান দিবস উপলক্ষে বদলা এবং বদল এর প্রসঙ্গ ফের উত্থাপন করেন দিলীপ। বলেন, বদল তো করবেনই রাজ্যের মানুষ, শুধু সময়ের অপেক্ষা। কিন্তু বদলাও নেব। যারা মায়ের কোল খালি করছে, যারা বাবার হাতে মৃত সন্তান তুলে দিচ্ছে, রক্তগঙ্গা বইয়ে দিচ্ছে, সেই অপরাধের বদলা আমরা নেব। এটাই শ্যামাপ্রসাদের স্বপ্ন ছিল। তুমি তরোয়াল নিয়ে এলে আমি তরোয়াল নিয়ে আসব। তুমি ছুরি নিয়ে এলে আমি ছুরি নিয়ে আসব। আর তুমি হাতজোড় করে এলে আমিও হাতজোড় করে আসবো, তোমাকে বুকে জড়িয়ে নেবো। বিজেপির হিংসা করার ক্ষমতা আছে। যে হিংসা করতে পারে না, সে কাপুরুষের মতো দয়ার কথা বলে। এরকম কাপুরুষের মত যারা দয়ার কথা বলছে, তারাই আমাদের ১০৫জন কর্মীকে হত্যা করেছে। তাদেরও দিন আসছে। হিসাব কড়ায়-গণ্ডায়, সুদে-আসলে বুঝিয়ে দেব। যদি সুস্থ থাকতে চাও তাহলে আমাদের সুস্থ থাকতে দাও। যদি শান্তি চাও তাহলে আমাদের শান্তিতে থাকতে দাও। আর যদি গণতন্ত্র চাও তাহলে আমাদের গণতান্ত্রিক অধিকার হরণ কোরো না। বিজেপির সদর দফতরের সামনে এই অনুষ্ঠানে দিলীপ ছাড়াও ছিলেন সায়ন্তন বসু, প্রতাপ মুখোপাধ্যায়, জয়প্রকাশ মজুমদার, অগ্নিমিত্রা পাল প্রমুখ।

spot_img

Related articles

স্বামী-সন্তান ও শ্বশুরবাড়ির সদস্যদের নিয়ে অমৃতসরে মাতলেন কোয়েল

এই বছর দূর্গাপুজোয় মেয়েকে প্রথম প্রকাশ্যে এনেছিলেন কোয়েল মল্লিক(Koel Mallick)। ছেলে কবিরের সঙ্গে মিলিয়েই সাধ করে মেয়ের নাম...

ম্যাথাউজের চোখে মেসিই সেরা, ভারতীয় ফুটবলের উন্নতিতে দিলেন গুরুত্বপূর্ণ পরামর্শ

ক্রিকেট কার্ণিভালের শহরে ফুটবলের কিংবদন্তি। কলকাতায় ঝটিকা কলকাতা সফরে জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবল অধিনায়ক লোথার ম্যাথাউজ(Lothar Matthaus)। দিনভর ঠাসা...

১৫ দিন টানা ডিউটি! শহর থেকে জেলায় একের পর এক হাসপাতালে বিএলও-রা

৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি ইনিউমারেশন ফর্ম বিলি করছেন রাজ্যের বিএলও-রা। এখনও পর্যন্ত ফর্ম বিলির ক্ষেত্রে দেশের প্রথম...

পিচ বিতর্কে ইতি টানলেন গম্ভীর, হারের জন্য কোচের কাঠগড়ায় পন্থ-যশস্বীরাই

টেস্ট ক্রিকেটে ভারতের গম্ভীর সমস্যা অব্যাহত! ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩০ রানে পরাজিত ভারত। কলকাতায় আসার পর...