সরকারি সিদ্ধান্তকে উপেক্ষা করেই কলকাতার ১৩টি রুটে বাস ভাড়া বৃদ্ধি

বেসরকারি বাসে ফের ২৩০ রুটের মডেল। পরিবহন দফতরকে বুড়ো আঙুল দেখিয়ে বেশ কিছু বাসের ভাড়া বাড়িয়ে দেওয়া হলো। ১৩টি রুটের বাস মালিকরা পরিবহন দফতর এবং বাস মালিক সংগঠনের সঙ্গে আলোচনা না করেই নিয়েছে এই সিদ্ধান্ত। ভাড়া কী হলো? বাসে উঠলেই ১০টাকা। এরপর প্রতিধাপে প্রায় ৫টাকা করে বৃদ্ধি।

কোন কোন রুটে বাস? DN-8, 30-B, 30B/1, 46A, 223, 221, 219,219/1, KB-21। এ ব্যাপারে পরিবহন দফতর জানিয়েছে, তাদের কাছে এ ব্যাপারে কোনও খবর নেই। যদি কোনও রুটে বাস ভাড়া বৃদ্ধি করা হয়ে থাকে, তাহলে তা বেআইনি। অন্যদিকে বাস মালিক সংগঠনের নেতা তপন বন্দ্যোপাধ্যায় জানান, এই ধরণের সিদ্ধান্ত সংগঠনের পক্ষ থেকে নেওয়া হয়নি। যদি কোনও রুটে এই ভাড়া বৃদ্ধি করা হয়ে থাকে তবে অবিলম্বে তা প্রত্যাহার করতে বলা হবে।