Sunday, May 4, 2025

সুশান্তের মৃত্যুর সিবিআই তদন্তের দাবি, বিহারে ব্যান হতে পারে সলমন-করণের সিনেমা

Date:

পাটনায় ব্যান হতে চলেছে করণ-আলিয়া এবং সলমনের ছবি। নিশ্চিত ভাবে এখনও কিছু জানা না গেলেও খবর মিলছে এমনটাই।
প্রসঙ্গত, সুশান্ত সিংয়ের মৃত্যুর পর বিহারে মামলা দায়ের হয়েছিল সলমন খান, করণ জোহর, একতা কাপুর, সঞ্জয় লীলা বনশালি-সহ মোট আটজনের নামে। পরে ওই তালিকায় যুক্ত হয় সুশান্তের ঘনিষ্ঠ বন্ধু অভিনেত্রী রিয়া চক্রবর্তীর নামও। পাশাপাশি বলিউডের স্বজনপোষণের বিরুদ্ধে গর্জে উঠেছেন সবাই। আমজনতা থেকে তারকাদের একাংশ, প্রতিবাদে সামিল হয়েছেন অনেকেই। আর বিটাউনের নেপোটিজমে সবার প্রথমে নাম জড়িয়েছে করণ জোহর এবং সলমন খানের। সুশান্তের মৃত্যুর জন্য পরোক্ষ ভাবে এই দুই বলি তারকাকেই দায়ী করেছেন অনেকে। বলিউডের স্বজনপোষণের কারণেই বোধহয় মাত্র ৩৪ বছরে নিজেকে শেষ করে দেওয়ার মতো মারাত্মক সিদ্ধান্ত নিয়েছেন সুশান্ত এমনটাই এখন মনে করছেন অনেকে।

ইতিমধ্যেই সুশান্তের মৃত্যুর সিবিআই তদন্তের দাবিও উঠেছে বিভিন্ন মহল থেকে। বিহারের যুব কংগ্রেসের চেয়ারম্যান এবং ফিল্ম সেন্সর বোর্ডের অ্যাডভাইজারি কমিটির সদস্য লালন কুমার মঙ্গলবার একটি চিঠি লিখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে। সেই চিঠিতে তিনি সুশান্তের মৃত্যুর সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন।

নিজের চিঠিতে লালন কুমার লিখেছেন, “ছোট শহর থেকে বলিউডে গিয়েছিলেন সুশান্ত। অল্পদিনের মধ্যেই সাফল্য পেয়েছিলেন। জনপ্রিয় হয়েছিলেন। তবে এটা বোধহয় বিটাউনের একটা অংশের ঠিক হজম হয়নি। সিবিআই তদন্ত হলেই সুশান্তের মৃত্যুর কারণ স্পষ্ট হবে। আদৌ তিনি আত্মহত্যা করেছেন নাকি সবটাই প্ররোচনামূলক, আসল তথ্য সামনে আসবে।”

তবে এখানেই থামেননি লালন। সাফ জানিয়েছেন, ১৫ দিনের মধ্যে এই দাবি না মানা হলে তিনি আদালতে যাবেন। আর যতদিন সুশান্ত সুবিচার না পাচ্ছেন ততদিন বিহারের কোথাও করণ জোহর এবং সলমনের সিনেমা দেখানোর অনুমতি দেওয়া হবে না। লালন কুমারের পাশাপাশি বিজেপি নেতা মনোজ কুমার এবং কংগ্রেস নেতা ও প্রাক্তন গভর্নর নিখিল কুমারও সুশান্তের মৃত্যুর সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন।

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version