রেকর্ড গড়ে পেট্রোলকে ছাপিয়ে গেল ডিজেলের দাম

পেট্রোলের দামকে ছাপিয়ে গেল ডিজেল। একটানা ১৮দিন বাড়ল ডিজেলের দাম। তবে ১৭ দিন পর পেট্রোলের দাম বাড়েনি। প্রতি লিটার ডিজেলের দাম ৪৮ পয়সা বেড়েছে। দিল্লিতে এদিন প্রতি লিটার ডিজেলের দাম ৭৯ টাকা ৮৮ পয়সা। অন্যদিকে, পেট্রোলের দাম ৭৯ টাকা ৭৬ পয়সা।

যদিও প্রথম নয়। এর আগেও পেট্রোলের দামকে ছাপিয়ে গেছিল ডিজেলের। ২০১৮ সালের অক্টোবর মাসে ওড়িশায় প্রতি লিটার পেট্রোলের তুলনায় ডিজেল বিক্রি হয় বেশি দামে। সে সময় নবীন পট্টনায়কের রাজ্যে প্রতি লিটার পেট্রোলের দাম হয় ৮০.৬৫ টাকা। অন্যদিকে প্রতি লিটার ডিজেলের দাম হয় ৮০.৭৮ টাকা।

প্রসঙ্গত, আন্তর্জাতিক বাজারে পেট্রোলের তুলনায় ডিজেলের দাম বেশি হয়। কারণ ডিজেলের জ্বালানি উৎপাদনের খরচ অনেক বেশি। বিগত কয়েক যুগ ধরে এই দেশে পেট্রোলের তুলনায় ডিজেলের দাম বেশি। ডিজেল যেহেতু গণপরিবহনের জ্বালানি হাওয়ায় তুলনায় কম কর চাপানো হয়। কিন্তু সেই রেকর্ড ভাঙল বুধবার।

Previous articleসুশান্তের মৃত্যুর সিবিআই তদন্তের দাবি, বিহারে ব্যান হতে পারে সলমন-করণের সিনেমা
Next articleমেয়ের শ্লীলতাহানি, বাঁচাতে গিয়ে মাকে ছাদ থেকে ফেলে দিয়ে খুন করল দুষ্কৃতীরা