Wednesday, May 7, 2025

মেয়ের শ্লীলতাহানি, বাঁচাতে গিয়ে মাকে ছাদ থেকে ফেলে দিয়ে খুন করল দুষ্কৃতীরা

Date:

হাওড়ার বাগনানে মারাত্মক ঘটনা। মেয়ের শ্লীলতাহানি রুখতে গিয়ে ছাদ থেকে পড়ে মৃত্যু হল মায়ের। ঘটনায় জড়িয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসের নাম। ঘটনাস্থলে যান বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় ও সৌমিত্র খাঁ। আক্রান্ত কিশোরী সঙ্গে দেখা করে তাঁরা এফআইআর করেন।

জানা গিয়েছে ওই কিশোরী ছাদের সিঁড়িতে বসে মোবাইলে ব্যস্ত ছিলেন। আর দুই দুষ্কৃতী ছাদে লুকিয়ে ছিল বলে কিশোরী জানায়। কিশোরীর মা তখন বাথরুমে ছিলেন। কিশোরীকে তুলে নিয়ে গিয়ে ছাদে শ্লীলতাহানি করার চেষ্টা শুরু হলে সে চিৎকার করে। শুনে বাথরুম থেকে বেরিয়ে ছাদে ছুটে যান মা। তাঁর সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। অভিযুক্তদের ঠেলায় কিশোরীর মা ছাদ থেকে পড়ে যান। হাসপাতালে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। যুবতী জানিয়েছে, দুই দুষ্কৃতী স্থানীয় তৃণমূল কর্মী। তারমধ্যে একজনকে কিশোরী চিনতেও পেরেছে বলে খবর। ঘটনার পরেই বাগনানে যান সাংসদ লকেট চট্টোপাধ্যায় ও সৌমিত্র খাঁ। অবিলম্বে তাঁরা অভিযুক্ত তৃণমূলকর্মীর শাস্তি দাবি করেছেন। পাল্টা তৃণমূল কংগ্রেস বলেছে, ঘটনা যাই হোক দোষীকে শাস্তি পেতে হবে। তৃণমূলকর্মী হলেও ছাড় দেওয়ার প্রশ্ন নেই। সাংসদ লকেট ও সৌমিত্রর উদ্যোগে ঘটনার জেরে বাগনান থানায় এফআইআর হয়েছে। বিজেপি সমর্থকরা লকেট ও সৌমিত্রর নেতৃত্বে প্রায় আধঘন্টা জাতীয় সড়ক অবরোধ করেন। লকেটের অভিযোগ মঙ্গলবার রাতে কিশোরীকে ধর্ষণ করতে এসেছিল শাসক দলের দুর্বৃত্তরা। বুধবার সন্ধে পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করেনি। অথচ একজকে চিনতেও পেরেছে কিশোরী। পুলিশ করোনা পরীক্ষার নামে আসলে প্রমাণ লোপাট করতে চাইছে। করোনায় মহিলা মারা গিয়েছেন বলে আসল ঘটনা ধামাচাপা দেওয়া হয়েছে। লকেট বলেন, এখনই দেহ ছেড়ে দিয়ে দুর্বৃত্তদের গ্রেফতার করতে হবে।

Related articles

উচ্চমাধ্যমিকে সফল পড়ুয়াদের অভিনন্দন-শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিক পরীক্ষা (H.S. Exam) ২০২৫-এর ফল প্রকাশ। বুধবার ফল ঘোষণার পরেই সফল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

দেশের ঐক্য রক্ষায় শক্তিশালী আঘাতের জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ অভিষেকের, “সরাসরি রোগের বিরুদ্ধে লড়াইয়ের” ডাক

পাকিস্তান এবং পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি উপর ভারতের সামরিক অভিযান। বুধবার মধ্যরাতে অপারেশন সিন্দুর-এ নয়টি ঘাঁটিতে আঘাত করা...

ভারতের প্রত্যাঘাত, সেনাবাহিনীকে কুর্ণিশ সচিন, ধওয়ানদের

মঙ্গলবার মাঝরাতে পাকিস্তানের মাটিতে প্রত্যাঘাত ভারতের(India)। ৯টি জঙ্গী ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী(Indian Defence)। “অপারেশন সিন্দুর”(Operation Sindoor) কার্যত...

৪৯৭ পেয়ে উচ্চমাধ্যমিকে প্রথম বর্ধমানের রূপায়ণ, চতুর্থ স্থানাধিকারী সৃজিতা মেয়েদের মধ্যে সেরা

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিক ২০২৫ এর ফলাফল। পাশের হারের নিরিখে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর (East Midnapore)। দ্বিতীয় স্থানে...
Exit mobile version