Wednesday, August 27, 2025

৮ বছর পর যে কারণে ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়েছেন, কী তথ্য ফাঁস করলেন টুইঙ্কল খান্না?

Date:

অভিনয়ের অন্দরমহলে জন্ম তাঁর। বাবা সুপার স্টার। মা বর্ষীয়ান অভিনেত্রী। তাদের কন্যা হয়েও টুইংকেল খান্নার গলায় অবসাদের সুর। বলেই ফেললেন এই জগত তাঁর নয়। অভিনয়ে অসফল তিনি। কেন বললেন এ কথা!
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরে বারেবারে বলিউডে একটি শব্দ জোরালো হচ্ছে সেটি হল নেপোটিজম বা স্বজনপোষণ। এই নিয়েই ঘরে ঘরে চলছে জোরদার চর্চাও ৷ সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে, স্টার কিড বা সেলিব্রিটি সন্তান হলে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায় বলিউডে ৷ জীবনের শুরুতেই একাধিক ছবিতে কাজ করার সুযোগ আসে ৷ ফলে কোনও ভাবেই সফল হতে গেলে সংগ্রাম করতে হয় না ৷ ছবি বক্স অফিসে পারফর্ম না করলেও সুযোগের পর সুযোগ পেয়ে যান তাঁরা ৷

তবে অভিনয় দক্ষতা না থাকলে আস্তে আস্তে মানুষের মন থেকে মুছে যেতে হয় স্টার কিডসদেরও৷ বলিউডের স্বজনপোষণ মনোভাবের অন্যতম উদাহরণ বলিউডের প্রথম সুপারস্টার রাজেশ খান্নার মেয়ে টুইঙ্কল খান্না ৷ ইচ্ছা না থাকা সত্ত্বেও অভিনয় জগতে পা রেখেছিলেন টুইঙ্কল খান্না ৷ কয়েক বছর বলিউডে কাজ করার পরে বলিউডকে আলবিদা জানিয়েছেন তিনি ৷ লেখাপড়ায় অত্যন্ত মেধাবী টুইঙ্কল দ্বাদশ শ্রেণির পরীক্ষায় অঙ্কতে ৯৭ পেয়েছিলেন ৷ হতে চেয়েছিলেন চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট ৷ বাবা সুপারস্টার, মা-ও সুপ্রতিষ্ঠিত অভিনেত্রী৷

তাই অভিনয় ছাড়া তাঁদেরকে অন্য পেশায় নামার বিষয়ে রাজি করাটা অত্যন্ত কঠিন ছিল, সেই কারণেই ইচ্ছা না থাকা সত্ত্বেও অভিনয় জগতে পা রেখেছিলেন টুইঙ্কল ৷
মা ডিম্পল কপাডিয়া টুইঙ্কলকে বলেছিলেন, অভিনেত্রী হওয়ার পরেও চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট হওয়া যেতে পারে ৷ চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট হলে পরে অভিনয়ের ক্ষেত্রে নিজেকে সুপ্রতিষ্ঠিত করাটা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াবে ৷ আট বছর অভিনয় করার পরে টুইঙ্কল অনুভব করেছেন, তিনি অভিনেত্রী হিসাবে ব্যর্থ হয়েছেন।

Related articles

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...
Exit mobile version