ফের যৌথ বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াইয়ে উত্তপ্ত জম্মু-কাশ্মীর। আজ, বৃহস্পতিবার ভোর থেকে বারামুল্লা জেলায় ঋষিপোরায় চলছে সেনা-জঙ্গি গুলির লড়াই। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে ওই এলাকায় লুকিয়ে থাকা জঙ্গিদের সন্ধানে এদিন ভোরে সিআরপিএফ এবং সুরক্ষা বাহিনীর একটি যৌথ দল তল্লাশি অভিযান শুরু করে।

এই অভিযান আঁচ করতে পেরে লুকনো ঘাঁটি থেকে যৌথ বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। সেনা জওয়ানদের পক্ষ থেকেও চালান হয় পাল্টা গুলি। গুলি বিনিময়ের জেরে গোটা এলাকা এখন উত্তপ্ত হয়ে উঠেছে। যদিও কোনও পক্ষেরই হতাহতের খবর মেলেনি।
