দুবাইয়ে ভারতীয় দম্পতিকে কুপিয়ে খুন করল পাকিস্তানি দুষ্কৃতী !

0
1
প্রতীকী ছবি

বাড়িতে ঢুকে এক ভারতীয় দম্পতিকে খুনের অভিযোগ উঠল এক পাকিস্তানি নাগরিকের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে দুবাইয়ে। খুনের ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ৷ প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ডাকাতির উদ্দেশ্যেই ওই বাড়িতে ঢুকেছিল দুষ্কৃতী ৷

জানা গিয়েছে, খুন হওয়া ভারতীয় ব্যবসায়ীর নাম হীরেন আধিয়া এবং তাঁর স্ত্রীর নাম বিধি আধিয়া। এঁদের দু’জনেরই বয়স চল্লিশোর্ধ্ব। দুবাইয়ের আরবিয়ান রাঞ্চেসে নিজেদের ভিলাতেই পাক দুষ্কৃতীর হাতে খুন হন ওই দম্পতি।
গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে সেই সুযোগে চুরির উদ্দেশ্যে ভিলায় ঢোকে ওই পাক দুষ্কৃতী ৷ ডাকাতির সময় দম্পতি ঘুম থেকে উঠে পড়লে তাঁদের ছুরি দিয়ে কোপাতে থাকে অভিযুক্ত ৷ পাশের ঘরেই ছিলেন দম্পতির ১৮ বছরের মেয়ে৷ তাঁর ঘাড়েও ছুরি কোপ মারে ওই দুষ্কৃতী ৷ এরপর একটি ওয়ালেটে থাকা ৪১,২২৯ টাকা নিয়ে চম্পট দেয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশ তাকে ধরে ফেলে। পুরো বিষয়টি নিয়ে শুরু হয়েছে তদন্ত । ঘটনার কিনারা করতে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।