পুলিশ পরিচয় দিয়ে ছিনতাই যশোর রোডে

বৃহস্পতিবার অভিনব কায়দায় ছিনতাইয়ের সাক্ষী থাকল
যশোর রোড। পুলিশ সূত্রে খবর, এদিন সকালে মিতা মজুমদার নামে এক মহিলা তাঁর ছেলেকে দেখতে হাসপাতাল যাচ্ছিলেন। সেই সময় দুটি বাইক করে চার বাইক আরোহী তাঁর পথ আটকায়। নিজেদের পুলিশ আধিকারিক বলে তাঁরা মিতাকে বলেন লকডাউনে সোনার জিনিস পরে বাইরে বেরোনো যাবে না। এরপর সোনার জিনিস খুলে ব্যাগের ভেতর রাখতে বলে ওই বাইক আরোহীরা। এরপর ফের পথ আটকায় তাঁরা। ব্যাগের ভেতর কী কী গোয়না রেখেছেন তা জানতে চান তাঁরা। সুযোগ বুঝে সোনার জিনিস নিয়ে চম্পট দেয় বাইক আরোহীরা। ঘটনার তদন্তে বিমানবন্দর থানার পুলিশ। ইতিমধ্যে পুলিশ তদন্তে নেমে খতিয়ে দেখছে এলাকার সিসিটিভি ফুটেজ।

Previous articleহোম কোয়ারেন্টাইনেই করোনা-মুক্তি মালদহের নার্সের  
Next articleBreaking: প্রয়াত সাহিত্যিক নিমাই ভট্টাচার্য, বয়স হয়েছিল 89 বছর