কেন্দ্রের গরিব রোজগার যোজনায় বঞ্চনা নিয়ে দিলীপ ঘোষকে তোপ তৃণমূল বিধায়কের

কেন্দ্রের গরিব রোজগার যোজনায় রাজ্যের প্রতি বঞ্চনা নিয়ে এবার সরব হলেন তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক। আজ তৃণমূল ভবনে এক সাংবাদিক বৈঠকে এ বিষয়ে তিনি রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে তোপ দাগেন।

পার্থ ভৌমিকের কথায়, “রাজ্য থেকে কেন্দ্রে তালিকা পাঠানো হয় নি। এমনই দাবি করছেন দিলীপ ঘোষ। বাংলা কেন বঞ্চিত হবে। বাংলার সঙ্গে কেন এইভাবে ব্যবহার করা হবে। দিলীপ ঘোষ যদি বলেন তালিকা পাঠালে আমাদের রাজ্যের পরিযায়ী শ্রমিকরা কেন্দ্রের সুবিধা পাবেন, তাহলে আমরা ২ ঘণ্টায় মধ্যে সেই তালিকা পাঠিয়ে দেব।”

এখানেই শেষ নয়। পার্থ ভৌমিক আরও বলেন, “আমাদের রাজ্যে মানুষের করোনা রোগে মৃত্যুর হার নিয়ে সমালোচনা করা হয়েছিল। আমরা সেই হার কমিয়ে নিয়ে এসেছি, আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি আগামী ১৫ দিনের মধ্যে আমাদের রাজ্যে করোনা ভাইরাসে মৃতের হার তিন শতাংশে কমিয়ে নিয়ে আসবো।” একই সঙ্গে তিনি দাবি করেন, এ রাজ্যে প্রতিদিন ১০ হাজারের বেশি মানুষের টেস্ট করা হচ্ছে।

Previous articleদিলীপের সামনেই দলের নব্য-পুরনো লড়াইয়ে অস্বস্তি বিজেপিতে
Next articleবিহারে বাজ পড়ে প্রবল ঝড়-বৃষ্টিতে একদিনে মৃত ৮৩!