Thursday, December 4, 2025

পুরমন্ত্রীর নির্দেশ উড়িয়ে নবনিযুক্ত কর্মীদের বহাল রেখেছেন চুঁচুড়া’র চেয়ারপার্সন

Date:

Share post:

কে বড় ? রাজ্যের পুরমন্ত্রী, না’কি রাজ্যের এক পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারপার্সন ?

পুরমন্ত্রী ফিরহাদ হাকিম চুঁচুড়া পুরসভার বেআইনি নিয়োগ তালিকা বাতিলের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারপার্সন গৌরীকান্ত মুখোপাধ্যায় পুরমন্ত্রীর নির্দেশকে ধর্তব্যের মধ্যেই না এনে নবনিযুক্ত ওই সব কর্মীদের দিয়েই পুরসভার কাজ করাচ্ছেন৷ এমনকী, নবনিযুক্ত এক কর্মীকে বদলিও করেছেন৷ এর অর্থ, পুরমন্ত্রী নিয়োগ তালিকাকে বেআইনি বললেও, চেয়ারপার্সন তেমন মনেই করছেন না৷

এখানেই শেষ নয়, নতুন নিয়োগ হওয়া কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা সহ অন্যান্য সরকারি প্রক্রিয়াও চেয়ারপার্সনের নির্দেশে বহাল তবিয়তে চলছে। এই ঘটনায় দলের ভিতরে ও বাইরে ক্ষোভ তৈরি হয়েছে।

পাশাপাশি প্রশ্নও উঠেছে, পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারপার্সনের এত ‘সাহস’ হতেই পারেনা৷ তাহলে কি পুরমন্ত্রীর চুঁচুড়া পুরসভার বেআইনি নিয়োগ তালিকা বাতিলের নির্দেশ পুরোপুরি সাজানো ছিলো ? নিয়োগ তালিকা বাতিল প্রসঙ্গে গৌরীকান্তবাবু বলেছেন, “ওই তালিকা বাতিলের সরকারি চিঠি আমি এখনও পাইনি”।

এদিকে, নিয়োগ বিতর্ক নিয়ে পুরসভার অন্দরে মারামারিও হয়েছে। নতুন চাকরি পাওয়া এক যুবকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তাঁরই ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ঝণ্টু বিশ্বাস। অভিযোগ, পুরসভা ভবনের মধ্যেই ওই দু’জনের হাতাহাতি বাধে। আর তারপরেই ওই যুবককে বদলির নির্দেশ দেন প্রশাসক বোর্ডের চেয়ারপার্সন। তখনই নতুন বিতর্ক মাথা চাড়া দিয়েছে, নবনিযুক্তদের নিয়োগ কি তাহলে বাতিল হয়নি ?
পুরসভার প্রাক্তণ ভাইস চেয়ারম্যান তথা প্রশাসক বোর্ডের সদস্য অমিত রায় বলেছেন, “পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ও সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেওয়ার পরেও পুরসভার বিতর্কিত নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যাওয়া হচ্ছে। এটা কোন ধরনের শৃঙ্খলা? ব্যাঙ্ক অ্যাকাউন্ট করানো থেকে বিল তৈরি, সবই নবনিযুক্তদের দিয়ে করানো হচ্ছে। অবৈধ চাকরির ক্ষেত্রে বদলিও হচ্ছে৷ অভিযুক্তদের পদে রেখেই পুরসভার তদন্ত চলছে৷ এতে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে।” ওদিকে জেলার বিজেপি নেতা স্বপন পাল গোটা নিয়োগ প্রক্রিয়ার সিবিআই তদন্ত দাবি করেছেন।

spot_img

Related articles

রাস্তা তৈরি থেকে অন্যান্য পরিষেবা কেমন চলছে? নজরদারিতে বিরাট সিদ্ধান্ত নবান্নের

রাজ্যে উন্নয়নের গতি কোনওভাবেই যেন থেমে না যায়, সদা তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের চাপিয়ে দেওয়া এসআইআর...

বৃহস্পতিবার লক্ষাধিক জমায়েত: দলনেত্রীর সম্প্রীতির বার্তা শুনতে অপেক্ষায় বহরমপুর

রাজ্যে এসআইআর পরিস্থিতি ও বিজেপির ক্রমাগত উস্কানির রাজনীতির মধ্যেই জেলা সফরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার...

আর জি কর মামলার তদন্ত শেষ, সমন পাঠানোর নির্দেশ আখতার আলিকে

আর জি কর হাসপাতালের মামলার তদন্ত শেষ হয়েছে বলে বুধবার আলিপুর বিশেষ সিবিআই আদালতকে জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা...

অ্যাপ দিয়ে ফোনে আড়ি পাতা! চাপের মুখে ‘সঞ্চার সাথি’ নিয়ে পিছু হঠল কেন্দ্র

পেগাসাস মামলা এখনও কেন্দ্রের বিজেপি সরকারের পিছু ছাড়েনি। আন্তর্জাতিক সংস্থাগুলির সঙ্গে যোগসাজশ করে ফোনে আড়ি পাতা বা ব্যক্তিগত...