মারণ ভাইরাস করোনা আক্রান্তর নিরিখে রোজ নতুন রেকর্ড গড়ছে দেশ। পিছিয়ে নেই রাজ্যও। এবার রাজ্যে গত ২৪ ঘণ্টায় আরও ৫৪২ জনের শরীরে মিলল করোনা ভাইরাস। যা এখনও পর্যন্ত রাজ্যে একদিনে সর্বাধিক। তার ফলে বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৬,১৯০। এই ২৪ ঘন্টায় রাজ্যে মৃত্যু হয়েছে আরও ১০ জন করোনা রোগী। ফলে রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬১৬। আজ, শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য দফতরের বুলেটিনে আরও জানানো হয়েছে, বর্তমানে রাজ্যে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ৫,০৩৯। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৪৫ জন। ফলে পশ্চিমবঙ্গে মোট করোনাজয়ীর সংখ্যা বেড়ে হল ১০,৫৩৫।