Tuesday, November 4, 2025

করোনা সন্দেহে গোটা পরিবারকেই যেতে হয়েছিল কোয়ারেন্টাইন সেন্টারে, ফিরে দেখলেন সর্বস্ব লুট!

Date:

করোনা সন্দেহে সরকারি নির্দেশ মেনে গোটা পরিবারকেই যেতে হয়েছিল কোয়ারেন্টাইন সেন্টারে। কিন্তু সেখান থেকে বাড়ি ফিরে মাথায় হাত আদক পরিবারের। যেমনটা জানা গেছে, দক্ষিণ ২৪ পরগণার নোদাখালি থানার অন্তর্গত বাওয়ালি বড় পোল, আদক পাড়ার বাসিন্দা শুভঙ্কর আদক, পেশায় গাড়ির চালক। মুম্বই থেকে যাত্রী নিয়ে গত ১২ জুন কলকাতায় আসার পরের দিন থেকেই জ্বরে আক্রান্ত হন।

করোনা সন্দেহে তাঁকে মুচিশা লক্ষ্মী বালা দত্ত গ্রামীন হাসপাতাল থেকে কলকাতার এম আর বাঙ্গুর হাসপাতালে পাঠানো হয়। ১৫ তারিখ তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপরই শুভঙ্করের পরিবারের বাকি ১৪ জন সদস্যকে বিড়লাপুরের একটি কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

কিন্তু পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় তাঁরা হোম কোয়ারেন্টাইনে থাকতে চায়, বাড়ির নিরাপত্তার কথা ভেবে। কিন্তু নোদাখালি থানার পক্ষ থেকে বাড়ির নিরাপত্তা সুনিশ্চিত করা হবে এই প্রতিশ্রুতি দেওয়া হলে আদক পরিবার কোয়ারেন্টাইন সেন্টারে যেতে রাজি হয়।

আদক পরিবারের সেই ১৪ জন সদস্যের মধ্যে পাঁচজনের করোনা রিপোর্ট নেগেটিভ আসলে, তাঁদের কোয়ারেন্টাইন সেন্টার থেকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু বাড়ি ফিরে তাঁদের মাথায় হাত।

তাঁরা দেখেন, পরিবারের প্রায় সবকটি ভাইয়ের ঘরের দরজা ভেঙে আলমারির যাবতীয় জিনিস তছনছ অবস্থায় পড়ে আছে। পরিবার সূত্রে দাবি, আনুমানিক ১০ লক্ষ টাকার নগদ ও গয়না চুরি গিয়েছে। নোদাখালি থানার পুলিশ পুরো ঘটনার তদন্তে নেমেছে।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version