Wednesday, August 27, 2025

সুশান্তের মৃত্যুর তদন্ত: যশরাজ ফিল্মসের প্রাক্তন আধিকারিকদের জিজ্ঞাসাবাদ পুলিশের

Date:

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য উদ্ধার করতে নেমেছে মুম্বই পুলিশ। যশ রাজ ফিল্মসের দুই প্রাক্তন আধিকারিককে এবার জিজ্ঞাসাবাদ করল বান্দ্রা পুলিশ।

তদন্তের স্বার্থে যশ রাজ ফিল্মসের কাছে চুক্তিপত্র চেয়ে পাঠিয়েছিল পুলিশ। প্রযোজনা সংস্থা যাবতীয় কাগজপত্র পুলিশকে জমা দিয়েছে। শুক্রবার যশ রাজ ফিল্মসের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট আশিস সিং এবং এক আধিকারিক আশিস প্যাটেলকে জিজ্ঞাসাবাদ করেছে বান্দ্রা পুলিশ। প্রায় পাঁচ ঘণ্টা ধরে আশিস সিংকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ পর্বে আশিস সিং পুলিশকে জানিয়েছেন, “সুশান্তের সঙ্গে যশরাজের চুক্তি না থাকলেও তাঁদের মধ্যে ভালো সম্পর্ক ছিল। অস্বাভাবিক কোনও কিছু মনে হয়নি।”

প্রসঙ্গত, ২০১২ সালে যশ রাজের সঙ্গে চুক্তি হয়েছিল প্রয়াত ও অভিনেতার। যশ রাজ ফিল্মসের ব্যানারে দুটি ছবি ‘শুদ্ধ দেশি রোম্যান্স’ এবং ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী’-তে অভিনয় করেছিলেন সুশান্ত। ২০১৫ সালে যশরাজ ফিল্মসের সঙ্গে চুক্তি ভাঙেন সুশান্ত সিং রাজপুত। রিয়া চক্রবর্তী জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছেন, তাঁকেও যশ রাজের সঙ্গে চুক্তি ভাঙার কথা বলেছিলেন সুশান্ত। কেন সুশান্ত চুক্তি ভেঙেছিলেন এবং কেন রিয়াকে চুক্তি ভাঙার কথা বলেছিলেন তা জানতে প্রাক্তন আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version