লক্ষ্য একুশের বিধানসভা, কলকাতার দুই জেলা কমিটির শীর্ষে বাঙালি মুখ আনলো বিজেপি

লক্ষ্য একুশের বিধানসভা নির্বাচন। সবকিছু ঠিকঠাক থাকলে আর কয়েক মাসের মধ্যেই রাজ্য জয়ের নির্বাচন। তার আগে বাঙালি মুখকে প্রাধান্য দিতে চাইছে রাজ্য বিজেপি শীর্ষ নেতৃত্ব। ইতিমধ্যেই ঘুঁটি সাজাতে শুরু করেছে গেরুয়া শিবির।

২০১৯-এর লোকসভা নির্বাচনে রাজ্য থেকে ১৮টি আসন জিতে তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেললেও কলকাতার দুটি জেলায় ভালো ফল হয়নি বিজেপির। তখন থেকেই দলের অন্দর মহলে দাবি উঠেছিল, কলকাতার জেলা সভাপতিদের দায়িত্বে নিয়ে আসা হোক বাঙালি মুখ। এবার সেই পথে হাঁটল বঙ্গ বিজেপি।

৬, মুরালিধর সেন লেনের ম্যানেজারেরা এবার কলকাতার দুই জেলার সভাপতি পদে নিয়োগ করলেন খাঁটি বাঙালি নেতা। উত্তর কলকাতায় দীনেশ পান্ডেকে সরিয়ে নিয়ে আসা হলো বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব শিবাজী সিংহ রায়কে। কংগ্রেস রাজনীতি থেকে শিবাজী সিংহ রায় একটা সময় তৃণমূলে যোগদান করেছিলেন। পরে দিলীপ ঘোষ-রাহুল সিংহাদের হাতধরে বিজেপিতে যোগদান করেন শিবাজীবাবু। বিধানসভা নির্বাচনের আগে উত্তর কলকাতায় এবার তাঁর উপরই ভরসা রাখছে গেরুয়া শিবির।

শিবাজী সিংহ রায়

একই ভাবে দক্ষিণ কলকাতার মোহন রাও-এর পরিবর্তে দায়িত্বে নিয়ে আসা হলো সোমনাথ বন্দ্যোপাধ্যায়কে। সাংগঠনিক ভাবে বিজেপির দক্ষিণ কলকাতার আবার দুটি জেলা। সাউথ সুবার্বান ও সাউথ কলকাতা। সোমনাথবাবু সাউথ সাবার্বান-এর দায়িত্বে আগে থেকেই ছিলেন। এবার তাঁকে সাউথ কলকাতারও দায়িত্বে আনা হলো। সবমিলিয়ে কলকাতাতেও নিজেদের সংগঠনে বাঙালিকরণের পথে হাঁটছে বঙ্গ বিজেপি।

সোমনাথ বন্দোপাধ্যায়
Previous articleবাতিল হওয়া উচ্চমাধ্যমিকের মূল্যায়ন কীভাবে হবে? বিজ্ঞপ্তি জারি সংসদের
Next articleসীমান্তে যুদ্ধের আবহ, সমরসজ্জায় ভারতীয় ফৌজ