Saturday, August 23, 2025

তারা বিলুপ্তপ্রায়। বুঝে গিয়েছিল গ্যালাপ্যাগোস কচ্ছপটি । তাই নিজের বিলুপ্তির মুখে দাঁড়িয়ে থাকা প্রজাতিকে বাঁচাতে একটা নয়, দু’টো নয়, জীবনভর ৮০০ সন্তানের জন্ম দিল এক কচ্ছপ ।
ইক্যুয়েডরে প্রশান্ত মহাসাগরের উপর অবস্থিত আগ্নেয় শিলা নির্মিত গ্যালাপ্যাগোস দ্বীপকে পৃথিবীর সর্বোৎকৃষ্ঠ জীবন বৈচিত্র্যের এলাকা বলা হয় । শুধু তাই নয়, চার্লস ডারউনের বিখ্যাত কর্মকাণ্ডের সাক্ষীও এই দ্বীপ । সেখানেই আদি বসবাস এই গ্যালাপ্যাগোস কচ্ছপের । যারা আয়োতনে হয় বিশাল ।


সেই গ্যালাপ্যাগোস কচ্ছপ একটা সময় বিলুপ্তির মুখে চলে যায় । এই প্রজাতিকে বাঁচাতে উদ্যোগী হয় ইক্যুয়েডর প্রশাসন । ‘দিয়েগো’ নামের একটি কচ্ছপকে ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো জু থেকে নিয়ে আসা হয় সান্তাক্রুজের গ্যালাপ্যাগোস ন্যাশনাল পার্কে । সেখানে দিয়েগো অংশ নেয় ব্রিডিং প্রোগ্রামে ।
এরপর নিজের প্রজাতিকে রক্ষা করতে মোট ৮০০ সন্তানের জন্ম দেয় দিয়েগো । এখন ১০০ বছর বয়স বৃদ্ধ, প্রাচীন দিয়েগোর ।


তাই জাতীয় উদ্যাগ কর্তৃপক্ষ তার কাঁধ থেকে এই বিশাল দায়ভার নামিয়ে তাকে তার স্বাভাবিক বাসভূমিতে ফিরিয়ে দিতে উদ্যোগী হয়েছে । দিয়েগোর সঙ্গে সেখানে ফেরত পাঠানো হচ্ছে আরও ২৫টি কচ্ছপকে ।

এখন দিয়েগোর ওজন ৮০ কেজি, ৯০ সেন্টিমিটার তার দৈর্ঘ্য, ১.৫ মিটার তার উচ্চতা । তার প্রজাতির কচ্ছপের সংখ্যা এখন বেড়ে হয়েছে ২০০০ হাজার । এর মধ্যে ৪০ শতাংশই দিয়েগোর দান।

Related articles

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...
Exit mobile version