Sunday, January 11, 2026

অকৃতজ্ঞ রাজনীতির বলি: পি ভি নরসিংহ রাও

Date:

Share post:

আজ প্রাক্তন প্রধানমন্ত্রী পি ভি নরসিংহ রাওয়ের জন্মদিন। আজ তিনি প্রয়াত। একরাশ অভিমান নিয়ে উপেক্ষিত, অপমানিত রাও বিদায় নিয়েছেন।

অথচ এই নরসিংহ রাও একটা সময়ে কংগ্রেসের মান ইজ্জত বাঁচিয়েছেন। দেশকে সমৃদ্ধ করেছেন।

রাজীব গান্ধী যখন নিহত হন, নরসিংহ রাও তখন অবসরের মুডে। বিরাট পণ্ডিত দক্ষিণী এই সফল নেতাকে কংগ্রেস ঐকমত্যের প্রার্থী হিসেবে প্রধানমন্ত্রী করে। দলের সভাপতিও করে।

পাঁচ বছরের পুরো মেয়াদ সংখ্যালঘু সরকার চালান নরসিংহ। সাফল্যের সঙ্গে।

বামেদের সমর্থন জরুরি। অথচ মনমোহন সিংকে অর্থমন্ত্রী করে এনে সংস্কারের সাহসী দরজা খুলেছিলেন রাওই।

দলে সাংগঠনিক নির্বাচন শুরু করা থেকে বহু কাজ করেছিলেন।

কিন্তু কংগ্রেসের গোষ্ঠীবাজি সামলাতে পারেননি।

যে মানুষটি পাঁচ বছর ভারসাম্যের খেলায় সংখ্যালঘু সরকার চালিয়ে কংগ্রেসের মুখরক্ষা করলেন, ১৯৯৬ সালে সরকার পড়ে যেতেই দলের অনেকে নখদাঁত বার করলেন।

প্রতিপদে অপমানিত হলেন রাও।
পেলেন না গান্ধীবাড়ির সমর্থন।
একসময়ে যে সীতারাম কেশরী রাওয়ের পায়ে মাথা ছোঁয়াতেন, রাওকে সরিয়ে তিনিই হলেন সভাপতি।

দুর্নীতির অভিযোগের কলঙ্ক লাগল রাওয়ের গায়ে। আদালত কারাদণ্ড দিল। সময়মত জামিন না মিললে কপালে অশেষ দুঃখ ছিল।

শেষ পর্যন্ত কোণঠাসা, মূলস্রোতের বাইরে ছিলেন পিভি নরসিংহ রাও। অমন পণ্ডিত, দক্ষ রাজনীতিবিদের শেষ পরিণতি ছিল চোখের জলে ভেজা।

আজও কংগ্রেস তাঁকে প্রাপ্য সম্মান ও স্বীকৃতি ফিরিয়ে দেয়নি। স্মৃতিচারণটি থাকে রুটিনমাফিক। সম্ভবত গান্ধী পরিবারের বাইরের প্রথম পুরো মেয়াদের কংগ্রেসি প্রধানমন্ত্রীকে যোগ্য সম্মান দিতে অনেকের আপত্তি ছিল। রাও-ও গান্ধীবাড়ির ঘনিষ্ঠদের অঙ্গুলিহেলনে চলতে রাজি ছিলেন না। তাঁর সময়টা ছিল এক বিচিত্র অধ্যায়।

spot_img

Related articles

পদ্ধতির ভুল তুলে ধরে অব্যহতি চেয়েছিলেন AERO, উল্টে শাস্তি দেওয়ার হুমকি কমিশনের!

গোটা রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলাকালীন প্রায় প্রতিদিন মৃত্যু হচ্ছে বিএলওদের। অথবা অসুস্থ হয়ে তাঁরা হাসপাতালে ভর্তি হচ্ছেন। তাঁদের...

‘হামলার’ প্রতিবাদে পথে শুভেন্দু: ‘জয় বাংলা’ স্লোগানে চিত্ত চাঞ্চল্য, কটাক্ষ তৃণমূলের

চন্দ্রকোনায় শনিবার রাতে এক নাটকীয় চিত্রনাট্য রচনা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই ইস্যুকে হাতিয়ার করে কলকাতা শহরে...

ফলতায় সেবাশ্রয়-২ শিবির পরিদর্শনে অভিষেক

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উদ্যোগে ডায়মন্ড হারবারের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে একমাসেরও বেশি সময় ধরে সেবাশ্রয়-২ স্বাস্থ্যশিবিরে উন্নত...

শুধু বাংলা নয়, কমিশনের ‘উদ্ভাবনী’ SIR-ভোগান্তিতে গোয়া: শুনানির নোটিশ নৌসেনা প্রধানকে

শুরু থেকেই SIR প্রক্রিয়া নিয়ে ভোগান্তির আর শেষ নেই! সাধারণ ভোটারদের ভোগান্তির অভিযোগ নতুন নয়, তবে এবার সেই...