Saturday, November 8, 2025

দরকার হলে স্টেশনের স্টল থেকে বেডরোল, লিনেন কিনতে হবে যাত্রীদের

Date:

Share post:

ভারতীয় রেলের ‘নিউ নর্ম্যাল বাণিজ্য’৷

মহামারির আবহে দূরপাল্লার যাত্রীবাহী স্পেশাল ট্রেনে বেডরোল, লিনেন দেওয়া বন্ধ করেছে রেল৷ তবে ঠিক হয়েছে এবার থেকে স্টেশনের স্টল থেকে সে সব বিক্রি করবে রেল। এর অর্থ, যাত্রীরা এতদিন যা বিনামূল্যে পেতেন, প্রয়োজন হলে এবার তা কিনতে হবে।

রেলমন্ত্রকের এই নির্দেশিকাকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠেছে, মহামারির আবহে চলন্ত ট্রেনে যদি নিরাপত্তার কারনে বেডরোল, লিনেন দেওয়া রেল বন্ধ করে দেয়, তাহলে তারাই আবার সেগুলির বিক্রির ব্যবস্থা করছে কেন? রেলবোর্ড আগেই জানিয়েছিল, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে যেমন ট্রেনে খাবার দেওয়া হবে না, তেমনই সরবরাহ করা হবে না বেডরোল, লিনেন। থাকবে না পর্দাও। বরং পানীয় জল, খাবার থেকে শুরু করে চাদর, বালিশ, কম্বল বাড়ি থেকে নিয়ে যাওয়ার জন্যই যাত্রীদের পরামর্শ দিয়েছিল রেলমন্ত্রক। সেইমতোই তো পদক্ষেপ করছেন সাধারণ যাত্রীরা। তাহলে এবার বিক্রি করার সিদ্ধান্ত কোন স্বার্থে ?

রেল জানিয়েছে, স্টেশনের বিভিন্ন MPS বা মাল্টি-পারপাস স্টলে বেডরোল কিটস এবং এই সংক্রান্ত অন্যান্য সামগ্রী যথেষ্ট আছে কি না, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই জোনগুলিকে নির্দেশ দিয়েছে রেল। বেডরোলের পাশাপাশি স্টেশনের ওইসব স্টলে বিক্রি হবে ফেস মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, গ্লাভসও। রেল বোর্ডের নতুন নির্দেশিকায় বলা হয়েছে, কোনও পরিস্থিতিতেই MRP-র থেকে বেশি দামে বেডরোল, মাস্ক, স্যানিটাইজার, গ্লাভস বিক্রি করা যাবে না।

spot_img

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...