Wednesday, January 14, 2026

দরকার হলে স্টেশনের স্টল থেকে বেডরোল, লিনেন কিনতে হবে যাত্রীদের

Date:

Share post:

ভারতীয় রেলের ‘নিউ নর্ম্যাল বাণিজ্য’৷

মহামারির আবহে দূরপাল্লার যাত্রীবাহী স্পেশাল ট্রেনে বেডরোল, লিনেন দেওয়া বন্ধ করেছে রেল৷ তবে ঠিক হয়েছে এবার থেকে স্টেশনের স্টল থেকে সে সব বিক্রি করবে রেল। এর অর্থ, যাত্রীরা এতদিন যা বিনামূল্যে পেতেন, প্রয়োজন হলে এবার তা কিনতে হবে।

রেলমন্ত্রকের এই নির্দেশিকাকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠেছে, মহামারির আবহে চলন্ত ট্রেনে যদি নিরাপত্তার কারনে বেডরোল, লিনেন দেওয়া রেল বন্ধ করে দেয়, তাহলে তারাই আবার সেগুলির বিক্রির ব্যবস্থা করছে কেন? রেলবোর্ড আগেই জানিয়েছিল, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে যেমন ট্রেনে খাবার দেওয়া হবে না, তেমনই সরবরাহ করা হবে না বেডরোল, লিনেন। থাকবে না পর্দাও। বরং পানীয় জল, খাবার থেকে শুরু করে চাদর, বালিশ, কম্বল বাড়ি থেকে নিয়ে যাওয়ার জন্যই যাত্রীদের পরামর্শ দিয়েছিল রেলমন্ত্রক। সেইমতোই তো পদক্ষেপ করছেন সাধারণ যাত্রীরা। তাহলে এবার বিক্রি করার সিদ্ধান্ত কোন স্বার্থে ?

রেল জানিয়েছে, স্টেশনের বিভিন্ন MPS বা মাল্টি-পারপাস স্টলে বেডরোল কিটস এবং এই সংক্রান্ত অন্যান্য সামগ্রী যথেষ্ট আছে কি না, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই জোনগুলিকে নির্দেশ দিয়েছে রেল। বেডরোলের পাশাপাশি স্টেশনের ওইসব স্টলে বিক্রি হবে ফেস মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, গ্লাভসও। রেল বোর্ডের নতুন নির্দেশিকায় বলা হয়েছে, কোনও পরিস্থিতিতেই MRP-র থেকে বেশি দামে বেডরোল, মাস্ক, স্যানিটাইজার, গ্লাভস বিক্রি করা যাবে না।

spot_img

Related articles

হাই কোর্টে নিয়ন্ত্রণ শুনানি পর্ব: বুধে ইডি-আইপ্যাক মামলার আগে জারি নির্দেশিকা

একদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। অন্যদিকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। দুপক্ষের দায়ের করা মামলা কলকাতা হাই কোর্ট (Calcutta...

চন্দ্রকোণায় প্রতিবাদ মিছিল শুভেন্দুর: কাল্পনিক, ভিত্তিহীন অভিযোগ, দাবি তৃণমূলের

আরও একবার বিরোধী দলনেতা নিজের উপর হামলার ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় করার চেষ্টায়। নির্বাচনের আগে কোনও ইস্যু...

আক্রান্ত উত্তর ২৪ পরগনায় দুই নার্স! নিপা মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি রাজ্য স্বাস্থ্য দফতরের

রাজ্যে ফের নিপা ভাইরাসের আতঙ্ক। উত্তর ২৪ পরগনার বারাসতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত দুই নার্সের শরীরে নিপা ভাইরাসের...

রাজনীতির রঙ ভুলে শেষ শ্রদ্ধা সমীর পুততুণ্ডকে: দেহ দান এসএসকেএমে

বাংলার রাজনীতি যে সবসময় সৌজন্য শেখায় তা আবার এক মৃত্যুর মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গেল। মঙ্গলবার প্রয়াত পিডিএস...