মাটি খুঁড়ে পাথর বের করে রাতারাতি বড়লোক খনি শ্রমিক

মাটি খুঁড়তে গিয়ে হাতে এলো পাথর। আর তাতেই রাতারাতি বড়লোক হলেন তাঞ্জানিয়ার এক খনি শ্রমিক। ২.৪ মিলিয়ন মূল্যর খনিজ আবিস্কার করলেন তিনি।

খনিজ সম্পদে পূর্ণ দেশ তাঞ্জানিয়া। ওই ব্যক্তির নাম সানিনিনু লাইজের। মাটি খুঁড়ে লাইজের জানিয়েছেন তাঞ্জানিয়েত মাইন উদ্ধার করেছেন তিনি। সরকারের পক্ষ থেকে তাঁকে ৭.৭৪ বিলিয়ন উপহার হিসেবে দেওয়া হয়েছে। একইসঙ্গে বেগুনি রংয়ের দুই খনিজ দেওয়া হয়েছে। ওই অর্থ স্কুল তৈরি করার কাজে ব্যয় করা হবে বলে জানান তিনি। ওই অর্থ দিয়ে একটি বড় বাজারও তৈরি করবেন লাইজের। কিন্তু তিনি এও জানিয়েছেন এই ঘটনার ফলে তাঁর জীবনযাত্রার কোনও পরিবর্তন হবে না।

Previous articleসৈন্যদের মার্শাল আর্ট শেখাতে তিব্বতে ২০ প্রশিক্ষক পাঠাচ্ছে চিন
Next articleকরোনা সংকটের জেরে এদেশে ব্যাপক কর্মী ছাঁটাইয়ের পথে টাটা গোষ্ঠী