Sunday, May 4, 2025

লাদাখের পূর্বাঞ্চলে ‘আকাশ’ ক্ষেপণাস্ত্র সক্রিয় করেছে ভারতীয় সেনা

Date:

Share post:

পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখা বা LAC-তে চিনের চোখে-চোখ রেখেই দাঁড়াতে চলেছে ভারত৷ লাদাখ সীমান্তের সুরক্ষায় দশ হাজার কোটির ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে ভারতীয় সেনা৷

সূত্রের খবর, আকাশপথে চিনের সম্ভাব্য হামলা প্রতিহত করতে ভারতীয় সেনা লাদাখের পূর্বাঞ্চলে ‘আকাশ’ ক্ষেপণাস্ত্রকে সক্রিয় করেছে৷

‘SAM- সার্ফেস টু এয়ার মিসাইল’ বা ভূমি থেকে আকাশমুখী ভারতের এই ক্ষেপণাস্ত্র সামরিক-বিশ্বে ‘আকাশ’ নামে পরিচিত৷ বিমান প্রতিরোধী এই ক্ষেপণাস্ত্র প্রতিপক্ষের ফাইটার জেট, ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইলকে আকাশেই পুরোপুরি ধ্বংস করতে সক্ষম এই ‘আকাশ’৷

এই লাদাখেই পাকিস্তান এবং চিন দুই দেশের সঙ্গেই সীমান্ত ভাগ করে নিয়েছে ভারত। অত্যন্ত স্পর্শকাতর সেই সীমান্ত সুরক্ষিত করতে প্রয়োজন হলে মারণ ক্ষেপণাস্ত্র ব্যবহারের পথ খুলে রাখলো ভারতীয় সেনা। লাদাখের ১৫ হাজার ফুট উচ্চতার পাহাড়ি সীমান্তে এই ‘আকাশ’-ই যোগ্যতম পাহারাদার বলে মনে করা হচ্ছে।

ভারত-চিন সীমান্তের প্রকৃত নিয়ন্ত্রণরেখা বা LAC-এর ওপারে গত কয়েকদিন ধরেই চিনা সেনাদের সক্রিয়তা দেখার পরই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পাক এবং চিন সীমান্তে আগে থেকেই দুটি ক্ষেপণাস্ত্র রেজিমেন্ট রয়েছে ভারতীয় সেনাবাহিনীর। এই রেজিমেন্টের শক্তি আরও বাড়ানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানা গিয়েছে৷ যদিও সরকারি ভাবে প্রতিরক্ষামন্ত্রক এ বিষয়ে কিছু জানায়নি।
গালওয়ান-সংঘর্ষের পর শান্তি ফেরাতে চুসুল-মলডো সীমান্তে বৈঠকে বসেছিলেন ভারতের লেফটেন্যােন্ট জেনারেল হরিন্দর সিংহ ও চিনা মেজর জেনারেল লিউ লিন। সেনা সূত্রে বলা হয়েছে, ১১ ঘণ্টার ম্যারাথন বৈঠকে পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর যে সব এলাকায় দু’দেশের সেনা মুখোমুখি দাঁড়িয়ে, সেখান থেকে পিছিয়ে আসার সিদ্ধান্ত হয়েছে। একইসঙ্গে সরানো হবে বাড়তি সেনা ও কামান। কিন্তু পরে চিনা বাহিনী এই সিদ্ধান্ত আমল না দিয়ে LAC- বরাবর ভারতের মাটিতেই স্থায়ী নির্মাণ ও সেনা সংখ্যা বাড়ানোর কাজ চালিয়ে যাচ্ছে৷ ভারতের ধারনা, চিনা সেনা প্যাংগং লেক ও ফিঙ্গার ফোর থেকে এইট এলাকায় যে ভাবে স্থায়ী বাঙ্কার নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে, তাতে তারা সহজে ফিরে যাওয়ার জন্য LAC- অতিক্রম করে আসেনি৷ কূটনৈতিক ও সামরিকস্তরে দফায় দফায় বৈঠকেও ফিরে যাওয়ার প্রশ্নেও নীরব থাকে চিন। বরং উল্টে ভারতকে লাদাখ সীমান্ত থেকে সেনা সরানোর জন্য বৈঠকে চাপ দেওয়া হয় বলে জানা গিয়েছে৷ যদিও সঙ্গে সঙ্গেই এই প্রস্তাব উড়িয়ে ভারত পাল্টা জানিয়ে দেয়, ভবিষ্যতে গালওয়ানের মতো সংঘর্ষের ঘটনা ঘটলে ভারত আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে বাধ্য হবে৷
সূত্রের খবর, দিনকয়েক আগে চিনা সেনার সংঘর্ষে আহত ভারতীয় জওয়ানদের দেখতে লাদাখে গিয়ে সেনাপ্রধান এম এম নরবণে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে,সীমান্ত পাহারায় বিন্দুমাত্র শিথিলতা দেখানো হবে না। আর তারপরই ভারতের তরফে নিরাপত্তা বৃদ্ধির কাজ শুরু হয়ে যায়৷

spot_img
spot_img

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...