“জাতীয় স্বার্থের জন্য ক্ষতিকারক” সংবাদ সংস্থা পিটিআইকে চিঠি প্রসার ভারতীর

জাতীয় স্বার্থ মেনে খবর প্রকাশ করে না প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া। পিটিআইয়ের বিরুদ্ধে সরব হয়েছে প্রসার ভারতী। সংবাদ সংস্থার বিরুদ্ধে প্রসার ভারতী অভিযোগ, “জাতীয় স্বার্থের জন্য ক্ষতিকারক এবং ভারতের আঞ্চলিক অখণ্ডতা ক্ষুণ্ণ করে।”

ঘটনার সূত্রপাত দিন কয়েক আগে। ভারতে নিযুক্ত চিনা রাষ্ট্রদূতের একটি সাক্ষাৎকার প্রকাশ করে পিটিআই। নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষের জন্য ভারতকেই দায়ী করেছিলেন ওয়েইডং। যদিও ভারতীয় ভূখণ্ডে চিনা বাহিনীর অনুপ্রবেশ নিয়ে কোনও মন্ত্রব্য করেননি চিনা রাষ্ট্রদূত। এই সংবাদ প্রকাশ ঘিরেই ক্ষুব্ধ প্রসার ভারতী। জাতীয়বাদ বিরোধী’ তকমা দিয়েছে সংবাদ সংস্থাকে।
শনিবার পিটিআইয়ের মার্কেটিং প্রধানকে চিঠি দেন প্রসার ভারতীর নিউজ সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত সমীর কুমার। ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, পিটিআইয়ে প্রকাশিত খবর জাতীয় স্বার্থের বিরোধী। সংবাদ সংস্থার কার্যকলাপ পর্যালোচনা করা হচ্ছে। একইসঙ্গে সংবাদ সংস্থার সঙ্গে সম্পর্ক রাখার প্রয়োজন আছে কি না তাও পর্যালোচনা করা হবে।”

Previous articleলাদাখের পূর্বাঞ্চলে ‘আকাশ’ ক্ষেপণাস্ত্র সক্রিয় করেছে ভারতীয় সেনা
Next articleভারতে করোনা: একদিনে রেকর্ড সংক্রমণ, সুস্থতারও রেকর্ড