Thursday, November 6, 2025

টানা বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ। এরই মধ্যে সর্তকতা জারি করল হাওয়া অফিস । রবিবার আরও বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। রবিবার সকাল পর্যন্ত কোচবিহারে ৪৬.২ মিলিমিটার, দার্জিলিংয়ে ৬৯.০মিলিমিটার, জলপাইগুড়িতে ৩৩.৮ মিলিমিটার, কালিম্পঙে ৪৫.০ মিলিমিটার, শিলিগুড়িতে ৫৭.৮ মিলিমিটার ও মালদহে ১১.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে অতিভারি বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার ও কোচবিহারে। মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে। তবে সোমবার থেকে অবস্থার কিছুটা উন্নতি হতে পারে উত্তরবঙ্গে এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর।

এদিকে শনিবার থেকে দক্ষিণবঙ্গেও প্রচুর বৃষ্টি হচ্ছে। রবিবার সকাল পর্যন্ত বাঁকুড়ায় বৃষ্টি হয়েছে ১৫.৯ মিলিমিটার ,  বহরমপুরে ২৭.০ মিলিমিটার , ক্যানিংয়ে ৩৭.২ মিলিমিটার, ডায়মন্ড হারবারে ২৬.০ মিলিমিটার , মেদিনীপুরে ৩১.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তুমুল বৃষ্টিতে হয়েছে কলকাতাতেও। নেমেছে সকালের পারদ। কমেছে সর্বোচ্চ তাপমাত্রাও। রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এই ডিগ্রি বেশি। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৫৮.৮ মিলিমিটার, রাত সাড়ে আটটা থেকে সকাল ছ’টা পর্যন্ত বৃষ্টি হয়েছে ৫৬.১ মিলিমিটার। আর্দ্রতার পরিমান সর্বোচ্চ ৯৭ শতাংশ, সর্বনিম্ন ৬৮ শতাংশ। দমদমে ৪৩ মিলিমিটার, সল্টলেকে ৪২.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

Related articles

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...

‘সুফল বাংলা’ থেকে ‘উত্তরণ’: মমতা বন্দ্যোপাধ্যায়ের পথেই নিউ ইয়র্ক জয় মামদানির!

পরিবর্তনের ডাক। মা-মাটি-মানুষের জন্য স্লোগান। উন্নয়নমূলক পদক্ষেপে নাগরিক স্বাচ্ছন্দে জোর। একের পর এক জনমুখি প্রকল্প ঘোষণা। বাংলায় সাধারণ...
Exit mobile version