মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ইরানের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল ইরান। চলতি বছর জানুয়ারি মাসে মার্কিন ড্রোন ইরানের বাগদাদে হামলা চালায় বলে অভিযোগ। তাতে নিহত হন ইরানের এক জেনারেল। এই ঘটনায় ট্রাম্প সহ আরও ৩০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ইরান।

ইরানের এই পদক্ষেপ স্পষ্ট করল দুই দেশের মধ্যে ফাটল চরমে পৌঁছেছে। জেনারেল কাসেম সোলেমানির মৃত্যু ও সান্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে। তেহরানের প্রসিকিউটর আলি আলকাসিমেহর  ট্রাম্প ছাড়া আরও ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। তবে বাকিদের প্রকাশ্যে আনা হয়নি।

ট্রাম্পকে ধরতে ইন্টারপোলের কাছে সাহায্য চেয়েছে ইরান। তাদের ‘লাল নোটিশ’ জারি করার কথা বলেছে ইরান। এই লাল নোটিশ জারি হলে কর্তৃপক্ষ ওই ব্যক্তির উপর নজর রাখে। ইতিমধ্যেই এই বিষয়ে আলোচনা করতে বসেছে ইন্টারপোল।