Tuesday, November 4, 2025

এক মাসও হয়নি বিয়ে হয়েছে। নববিবাহিতা স্ত্রীকে নৃশংসভাবে খুন করে চম্পট দিল স্বামী।
ঘটনাটি ঘটেছে, বীরভূমের দুবরাজপুরে হেতমপুরে। মৃতার নাম নীতা দাস। অভিযুক্ত স্বামীর নাম মিলন ডোম। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত স্বামী। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিস। ঘটনার তদন্ত শুরু করেছে দুবরাজপুর থানার পুলিশ।
জানা গিয়েছে, পশ্চিম বর্ধমানের ফরিদপুরের গৌরবাজারের তাঁতিপাড়ার বাসিন্দা মিলন ডোমের সঙ্গে কয়েক দিন আগে বিয়ে হয় নীতার। বিয়ের পর স্ত্রী নীতাকে নিয়ে রবিবার বীরভূমের হেতমপুরে তাঁর এক আত্মীয়ের বাড়িতে আসে মিলন। সেখানেই রাতে শ্বাসরোধ করে স্ত্রী নীতাকে মিলন খুন করে বলে অভিযোগ।
স্থানীয় ভবানী চট্টরাজের বাড়িতে কেয়ারটেকারের কাজ করেন অভিযুক্ত মিলন ডোমের আত্মীয় শুভেন ডোম। রবিবার রাতে সেখানেই তাঁরা সবাই ছিলেন। নীচের তলার ঘরে ঘুমাচ্ছিলেন শুভেন ডোম ও তাঁর স্ত্রী। আর উপরের ঘরে ছিলেন মিলন ডোম ও তাঁর স্ত্রী।
শুভেন ডোম জানিয়েছেন, ভোররাতে  ঘুম থেকে উঠে দেখেন ঘরের দরজা খোলা। ডাকাডাকি করেও মিলন ডোমের সাড়া পাননি তিনি। সাড়া না পেয়ে সন্দেহ হয় তাঁর। তখনই তিনি উপরে উঠে এসে দেখেন, স্ত্রীকে খুন করে চম্পট দিয়েছে মিলন।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে দুবরাজপুর থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, শ্বাসরোধ করে স্ত্রী নীতাকে খুন করেছে মিলন।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version