মাঝে একদিন বাদ, ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম!

৩৫ দিনে ২২ বার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম! আজ কলকাতায় কত?
ফাইল ছবি

একটানা ২১ দিন লাগাতার দাম বাড়ার পর মাঝে একদিন বাদ। কেবল গতকাল, রবিবার বাড়েনি পেট্রোল-ডিজেলের দাম। মনে করা হচ্ছিল এবার হয়তো দাম বৃদ্ধির বিষয়টি থামবে। কিন্তু না। আজ ফের বাড়ল যানবাহনের জ্বালানির দাম।

আজ, সোমবার দিল্লিতে পেট্রোলের দাম বাড়ল লিটারপিছু ৫ পয়সা এবং ডিজেল বাড়ল ১৩ পয়সা। এর ফলে রাজধানীতে আজ পেট্রোলের দাম বেড়ে দাঁড়াল লিটার পিছু ৮০.৪৩ টাকা এবং ডিজেলের দাম লিটার পিছু ৮০.৫৩ পয়সা। আজও এখানে পেট্রোলের চেয়ে মহার্ঘ ডিজেল।

অন্যদিকে, কলকাতায় আজ পেট্রোলের দাম ৮২.০৫ টাকা এবং ডিজেল ৭৫.৫২ টাকা প্রতি লিটার।

Previous articleবর্ষাকালে বজ্রপাতের বিরল রূপ, তুমুল বর্ষণে জেরবার বঙ্গ
Next articleএবার করোনায় আক্রান্ত রাজ্যের এক বিশিষ্ট চিকিৎসক ও তাঁর স্ত্রী