Tuesday, November 18, 2025

কনটেইনমেন্ট জোন নির্ধারণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্র মন্ত্রক

Date:

দেশ জুড়ে আনলক-2-এর গাইডলাইন প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। পয়লা জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত সেই বিধি চালু থাকবে। একই সঙ্গে জানানো হয়েছে, এই সময়সীমার মধ্যে কনটেইনমেন্ট জোনে জারি থাকবে লকডাউন। সে ক্ষেত্রে কোন জায়গাগুলিকে কনটেনমেন্ট করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে জেলা প্রশাসন। এই বিষয়ে রাজ্য সরকারের মতকেই প্রাধান্য দেওয়া হবে।

কনটেনমেন্ট জোনের মধ্যে চলাফেরা নিয়ন্ত্রিত থাকবে।

লকডাউন-বিধি সেখানে মেনে চলতে হবে।

বাইরে থেকে কোন লোক সেখানে সেখানে যাতায়াত করতে পারবেন না।

তবে এ ক্ষেত্রে জরুরি পরিষেবা এবং চিকিৎসা পরিষেবায় ছাড় থাকবে।

প্রত্যেক কনটেনমেন্ট জোনের বাইরে একটি বাফার জোন রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থাৎ সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে, সে জন্য কিছুটা জায়গা রাখতে বলা হয়েছে।

সংক্রমণের হারের নিরিখে রাজ্য ও জেলা প্রশাসন এই জোন ঠিক করে দেবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের নির্দেশ মেনে কনটেনমেন্ট জোন নির্ধারণ করা হবে।
জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক এবং রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলের প্রশাসন ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি দেবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রককে এবিষয়ে জানিয়ে দেওয়া হবে।

Related articles

পরিষেবা ও কাজে খামতি কোথায়: পঞ্চায়েতের মূল্যায়নে এবার শুরু বৈঠক

রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পের শেষ নেই। সাধারণ মানুষের কাছে স্থানীয় প্রশাসনের মাধ্যমেই পৌঁছে দিয়ে থাকে রাজ্যের প্রশাসন। তবে পঞ্চায়েতগুলি...

গোটা নির্বাচন প্রক্রিয়া নিয়েই সুপ্রিম কোর্টে যাওয়া উচিত: বিরোধীদের বার্তা পিকে-র

বিহারে কেউ দাবি করছেন ভোটার তালিকা। কারও অভিযোগ ভোটার সংখ্যা নিয়ে। আবার কোনও বিরোধী রাজনৈতিক দল এসআইআর (SIR)...

সুন্দরবন উন্নয়নে রাজ্যের ১২ দফতরের সমন্বয়: বিশ্বব্যাঙ্কের টাকায় ঢালাও প্রকল্প

একদিকে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য ও তার জীববৈচিত্রকে রক্ষা করা। অন্যদিকে সুন্দরবনের দ্বীপে আশ্রয় পাওয়া জনবসতির সামগ্রিক ও...

কার সঙ্গে বিরোধ? এক নেতার নামে অভিযোগ করে নতুন দল গড়ছেন হুমায়ুন কবীর!

ঘুড়ির সুতো ছাড়ার মতো মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে প্রায় যা খুশি বলার ছাড় দিয়ে রাখা হয়েছে। তাতেই...
Exit mobile version