Sunday, August 24, 2025

তৃণমূল বিধায়কের বাড়ির দুঃসাহসিক চুরির ঘটনায় পুলিশের জালে অপরাধী! চোর কে জানেন?

Date:

নদিয়ার পলাশিপাড়ায় তৃণমূল বিধায়ক তাপস সাহার বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই রহস্যের কিনারা করে ফেললো পুলিশ তেহট্ট থানার পুলিশ। চুরি যাওয়া সামগ্রীও উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে চুরির অভিযোগে আটক করা হয়েছে বিধায়ক তাপস সাহার নিজের ভাইপো সায়ক সাহা ওরফে দীপকে। আটক করেছে তেহট্ট থানার পুলিশ। অভিযুক্ত বিধায়কের ভাইপো, এই খবর চাউর হওয়ার পরই এলাকায় ব্যাপক কানাঘুষো তৈরি হয়েছে।

প্রসঙ্গত, গত শুক্রবার রাতে পলাশিপাড়ায় তৃণমূল বিধায়ক তাপস সাহার তেহট্টের কড়ুইগাছি বাড়ির একতলায় তাঁর অফিস ঘরের তালা ভেঙে চোরেরা লুঠপাট চালায়। রাত আড়াইটে নাগাদ তাঁর বাড়িতে লোডশেডিং হয়ে যায়। তখনই চুরির ঘটনা ঘটে।

তদন্তে নেমে পুলিশ জানিয়েছেন, বিধায়কের বাড়ির ঘরের তিন জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল। দুষ্কৃতীরা অত্যন্ত নিপুণভাবে দুটি ক্যামেরাকে ঢেকে ফেলে। প্রথমে পলিথিন দিয়ে তারউপর বস্তা চাপা দিয়ে সিসিটিভি ঢেকে দেয় তারা। এরপর ‘অপারেশন’ চালায়। তাই পুলিশের প্রথম থেকেই মনে হয়েছিল, এই কাজের পিছনে চেনাশুনা কারও হাত নিশ্চয় আছে।

এদিকে, শনিবার সকালে অফিস খুলতে এলে বিধায়ক দেখেন, নীচের ঘর লণ্ডভণ্ড হয়ে রয়েছে। চোর একটি সিসিটিভি ক্যামেরা দেখতে পায়নি, ফলে সেটায় ধরে পড়ে তাদের উপস্থিতি। দেখা যায়, একজন গ্লাভস, মাস্ক পরে ঘরের আলমারি খুলে সব চুরি করছে। বিধায়কের কথায়, “জীবনের সর্বস্ব চলে গেল।” তবে তাঁর নিজের ভাইপো আটকরের পরই আবার জীবনের সর্বস্ব পেয়ে গেলেন বিধায়ক।

Related articles

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...

ছোড়না নহি, লড়তে রহো: দিলীপকে রবি শঙ্করজি

সুমনের গানটা বোধহয় আবারও মনে পড়ে গিয়েছিল বিজেপির দিলীপ ঘোষের (Dilip Ghosh)। বেঙ্গালুরুতে রবি শঙ্করজীর (Ravi Shankar) সঙ্গে...

নাসার ‘নর্থস্টার’ হুগলির বঙ্গসন্তান গৌতম, উচ্ছ্বসিত কোন্নগরবাসী

দেশ হোক বা বিদেশ, সেরার সেরা মানেই সেখানে বাঙালির নাম জ্বলজ্বল করছে। অতীত, বর্তমান বা ভবিষ্যৎ- সময়কাল যাই...

গুরু গ্রন্থসাহেব-এর প্রকাশ পর্ব: শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

বাংলায় সকলের অধিকার রক্ষিত হয় সবথেকে বেশি মর্যাদার সঙ্গে। সব ধর্ম, সব জাতিকে যোগ্য মর্যাদা দিয়ে থাকেন মুখ্যমন্ত্রী...
Exit mobile version