বেসরকারি বাসের থেকে মিনিবাস সংগঠন নিজেদের আলাদা করে নিলো। মিনিবাস অপারেটর্স অ্যাসোসিয়েশন রাজ্য সরকারের দেওয়া মাসিক ভর্তুকি মেনে নিয়ে তিন শর্ত দিয়েছে। আগামীকাল, মঙ্গলবার রাজ্য সরকারের সঙ্গে বৈঠকে যদি এই সমস্যার সমাধান হয়, তাহলে তারা রাস্তায় বাস নামাবেন। নইলে বুধবার থেকে তারাও মিনিবাস তুলে নেবেন।

মিনিবাসের তিন শর্ত কী?

১. ভর্তুকির মাসিক ১৫ হাজার টাকা মাসের মধ্যে তিন কিস্তিতে দিতে হবে।

২. এই পরিস্থিতির মধ্যে পুলিশ ‘কেস’ দিতে শুরু করেছে। আপাতত তিন মাস কেস দেওয়া যাবে না।

৩. স্বাস্থ্যবিমার কাগজ দ্রুত হাতে দিতে হবে।
