Tuesday, November 18, 2025

রাহুলের আক্রমণ ভোঁতা করতে তৎপর বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর

Date:

সম্প্রতি একাধিক ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে আক্রমণের ঝাঁঝ বাড়িয়েছে রাহুল গান্ধী-সহ কংগ্রেস। সেই আক্রমণ ভোঁতা করতে তৎপর গেরুয়া শিবির। সেই তৎপরতায় এবার গা ভাসালেন বিজেপির ভোপালের সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর । তাঁর সাফ কথা, বিদেশী বংশোদ্ভূত কোনও মহিলার সন্তান দেশপ্রেমী হতে পারেন না।
বরং গান্ধী পরিবারকে তিনি প্রশ্ন করেছেন,
কারোর যদি দুটি দেশের নাগরিকত্ব থাকে, তাহলে তার মনে কি করে দেশভক্তি আসবে? বিজেপি সাংসদের খোঁচা, কংগ্রেস নিজের দিকে তাকিয়ে দেখুক।নীতিহীন আর আদর্শহীন দল হিসেবেও কংগ্রেসকে তোপ দাগেন এই বিজেপি সাংসদ। তিনি বলেছেন, ভারত সনাতনী ও শক্তিশালী। এখানকার মানুষ বলিদান দিতে জানেন। চিনা সংকট প্রসঙ্গে কংগ্রেসকে পাল্টা আক্রমণ শানিয়েছেন প্রজ্ঞা। তবে শুধু রাহুল গান্ধী নয়, দেশপ্রেম নিয়ে তিনি কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকেও বিঁধেছেন।
তাঁর পরামর্শ, “কংগ্রেসের আত্মসমীক্ষা করা উচিত। ওরা জানে না কী ভাবে কথা বলা উচিত। ওই দল নীতিহীন-আদর্শহীন।”  প্রজ্ঞা সিংয়ের মন্তব্যের বিরোধিতায় কংগ্রেস মুখপাত্র জেপি ধানোপিয়া বলেছেন, “সন্ত্রাসবাদে অভিযুক্ত ছিলেন প্রজ্ঞা সিং ঠাকুর। এখন মনে হচ্ছে উনি মানসিক স্থিতি হারিয়েছেন। বিজেপির ওর চিকিৎসা করাক।”
যদিও কংগ্রেসের এই সাফাইতে কতটা ভরসা রাখবেন দেশের মানুষ তা নিয়ে রীতিমতো সন্দিহান রাজনৈতিক বিশেষজ্ঞরা ।

Related articles

হাসিনার সাজা ঘোষণার পরই অগ্নিগর্ভ বাংলাদেশ, ঘটল মৃত্যুর ঘটনাও

২০২৪ সালের জুলাই মাস থেকেই উত্তপ্ত বাংলাদেশ। সোমবার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Seikh Hasina) ফাঁসির সাজা ঘোষণার...

অন্ধ্রপ্রদেশে এনকাউন্টারে নিহত মাওবাদী কমান্ডার মাদভি হিডমা

একটা সময়ে যে মাওবাদী কমান্ডার বস্তারে ভারতীয় বাহিনীর রাতের ঘুম কেড়েছিলেন তিনি মাদভি হিডমা(Madvi Hidma)। অবশেষে অন্ধ্রপ্রদেশে এনকাউন্টারে...

মঙ্গলবার থেকে শুরু একাদশ-দ্বাদশের নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া

মঙ্গলবার থেকে শুরু হল এসএসসি(SSC) একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া। ইতিমধ্যেই কুড়ি হাজার নামের তালিকা প্রকাশ...

“সীমাহীন সুরেলা সফর চিরস্মরণীয়”, জন্মদিনে জুবিনকে স্মরণ মমতার

দু’মাস আগেই মর্মান্তিক দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন বহুমুখী প্রতিভার শিল্পী জুবিন গর্গ। বর্তমান থেকে অতীতের ভিড়ে মিশে গিয়েছেন বলিউডের...
Exit mobile version