এবার করোনা আক্রান্ত হলেন বারাসাত পৌরসভার চেয়ারম্যান সুনীল মুখোপাধ্যায়। জানা গিয়েছে, সোমবার বিকেলে তাঁর লালারসের পরীক্ষার রিপোর্ট আসে। সেই রিপোর্টে পজিটিভ উল্লেখ রয়েছে

এর পরেই চেয়ারম্যানকে সন্ধ্যায় ভর্তি করা হয় কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে। একইসঙ্গে সাম্প্রতিক সময়ে চেয়ারম্যানের সংস্পর্শে যাঁরা এসেছেন তাঁদের নামের তালিকা প্রস্তুত করছে প্রশাসন। সকলকেই বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে পাঠানো হবে বলে জানা যাচ্ছে।
