লাদাখ নিয়ে উত্তাপের মধ্যেই ভুটানের সঙ্গে গুরুত্বপূর্ণ জলবিদ্যুৎ চুক্তি স্বাক্ষর ভারতের

চিনের সঙ্গে লাদাখ সীমান্ত সংঘর্ষের আবহেই অন্য আরেক প্রতিবেশী দেশ ভুটানের সঙ্গে প্রথম যৌথ উদ্যোগের জলবিদ্যুৎ চুক্তি করল ভারত। দুই দেশের বিদেশমন্ত্রীর ভার্চুয়াল কনফারেন্সে স্বাক্ষরিত হল ৬০০ মেগাওয়াটের খোলংছু প্রকল্প। গুরুত্বপূর্ণ এই চুক্তির ফলে ভারত ও ভুটান, দুই দেশই জলবিদ্যুতের দিক থেকে সুবিধা পাবে। ২০২৫ সালের মধ্যে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা ঠিক হয়েছে।

লাদাখ সীমান্তে চিনের সঙ্গে যখন ভারতের সম্পর্ক ক্রমশ উত্তপ্ত হচ্ছে তখন ভুটানের সঙ্গে ভারতের এই চুক্তি স্বাক্ষর কিছুটা হলেও কূটনৈতিকভাবে স্বস্তি দিচ্ছে কেন্দ্রের মোদি সরকারকে। সূত্রের খবর, ভারত-ভুটান জলবিদ্যুৎ প্রকল্পটি ৫০-৫০ যৌথ উদ্যোগে নির্মিত হবে। যেহেতু দুই দেশের সরকারের কাছেই জলবিদ্যুৎ লাভদায়ক, তাই দ্রুত এই প্রকল্পের কাজ সম্পন্ন করার দিকে নজর দেবে উভয় দেশই। এরফলে দুই দেশের পারস্পরিক নির্ভরযোগ্যতা যে আরও বাড়বে তা বলার অপেক্ষা নেই।ভারতের বিদেশমন্ত্রকের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, খোলংছু হাইড্রো এনার্জি লিমিটেড ভুটানের ড্রুক গ্রিন পাওয়ার কর্পোরেশন এবং ভারতের সতলুজ জল বিদ্যুত নিগম লিমিটেডের একটি যৌথ উদ্যোগ।

 

Previous articleতেলের শুল্কেই আর্থিক সাহায্য কেন্দ্রের! মন্ত্রীর যুক্তিতে বিতর্ক
Next articleরাহুলের আক্রমণ ভোঁতা করতে তৎপর বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর