Monday, May 12, 2025

নভেম্বর পর্যন্ত দেশের ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া হবে। আনলক ওয়ানের শেষদিনে জাতির উদ্দেশে ভাষণে এই ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, গরিব কল্যাণ অন্ন যোজনায় রেশন সামগ্রীর সঙ্গে ১ কেজি করে ছোলাও দেওয়া হবে প্রতি মাসে।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, জুলাই মাস থেকেই দেশে উৎসবের মরশুম শুরু হয়। বিভিন্ন রকম উৎসব চলে নভেম্বর মাস পর্যন্ত। এই কারণে গত তিন মাস ধরে যে বিনামূল্যে দেওয়ার প্রক্রিয়া চালু ছিল, সেটা বাড়িয়ে নভেম্বর মাস পর্যন্ত করা হল। এতে কেন্দ্রীয় সরকারের অতিরিক্ত ৯০ হাজার কোটি টাকা খরচ হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
একই সঙ্গে ফের একবার এদিন প্রধানমন্ত্রী, ‘এক দেশ এক রেশনকার্ড’ প্রকল্পের উল্লেখ করেন। তিনি বলেন কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের বিষয়ে অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ করছে কেন্দ্র। দ্রুত এই প্রকল্প দেশে চালু হবে বলে আশ্বাস দিয়েছেন নরেন্দ্র মোদি।
নরেন্দ্র মোদি এ দিন বলেন, দেশের করদাতারা সততার সঙ্গে কর দেওয়ার ফলেই দেশে অন্ন ভান্ডারের বৃদ্ধি হয়েছে। লকডাউন এবং আনলক পর্যায়ে সবাই চেষ্টা করেছেন যাতে দেশে কোনও গরিব মানুষ অভুক্ত না থাকেন। দেশের কৃষক, মজুরদের তরফ থেকে প্রধানমন্ত্রী করদাতাদের নমস্কার জানান।

Related articles

বাড়িতে সিসিটিভি বসাতে লাগবে সকলের সম্মতি, ব্যক্তিগত গোপনীয়তার পক্ষে রায় সুপ্রিম কোর্টের 

যৌথভাবে বসবাসকারী বাড়িতে অন্য বাসিন্দাদের সম্মতি ছাড়া সিসিটিভি বসানো যাবে না—এই গুরুত্বপূর্ণ রায় বহাল রাখল দেশের শীর্ষ আদালত।...

তাপপ্রবাহের পর ঝড়বৃষ্টি: ভিজল রাজ্যের একাধিক জেলা

বৃষ্টির স্বস্তি একদিকে, অন্যদিকে তাপপ্রবাহের তাণ্ডব—দুয়ের মধ্যে দোদুল্যমান রাজ্যের আবহাওয়া। আবহাওয়া দফতরের স্যাটেলাইট চিত্র অনুযায়ী, সোমবার বর্ধমান হয়ে...

ট্র্যাফিক জরিমানা আদায়ে চালু হচ্ছে সংযোগ পোর্টাল

ট্র্যাফিক জরিমানা আর নগদে নয়। এবার থেকে ডিজিটালি জরিমানা করতে হবে। সেজন্য আগামী ১ জুন থেকে রাজ্যে চালু...

অসমের পঞ্চায়েত নির্বাচনে ৫টি আসনে জয় তৃণমূলের, অভিনন্দন অভিষেকের

অসমের পঞ্চায়েত নির্বাচনে সাফল্য তৃণমূল কংগ্রেসের। বিজেপি শাসিত অসমে শক্তি বাড়াচ্ছে ঘাসফুল শিবির। অসমে ৫টি পঞ্চায়েত আসনে জয়ী...
Exit mobile version