রাস্তায় বাস না নামলে গ্যারেজ হিসাবে ব্যবহার নয় টার্মিনাস, কঠোর প্রশাসন

ভাড়াবৃদ্ধির সিদ্ধান্তে অনড় মনোভাব বাস মালিক সংগঠনগুলির। সরকারের হাজার অনুনয়-বিনয়ের ফল পড়েনি বাস মালিক সংগঠনগুলির ওপর। অতঃপর বাস সমস্যায় কড়া প্রশাসন।

সোমবার বারাসতের তিতুমির বাস টার্মিনাস থেকে বেশিরভাগ বাসই নামেনি রাস্তায়। প্রশাসনিক কর্তারা বাস মালিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করলেও মেলেনি কোনও সুরাহা।

এরপর সন্ধেবেলা আরটিও অনন্ত সরকার জানিয়ে দেন, রাস্তায় বাস না নামালে কোনও টার্মিনাসে থাকবে না। টার্মিনাসকে গ্যারাজ হিসেবে ব্যবহার মোটেই বরদাস্ত করা হবে না। অন্যত্র সরিয়ে দেওয়া হবে বাসগুলি। সেই নির্দেশমতো টার্মিনাস থেকে প্রচুর বাস সরিয়ে দেওয়া হল বারাসত স্টেডিয়ামে।