Wednesday, November 12, 2025

মোবাইলে টাওয়ার নেই। দীর্ঘদিন ধরে এমনই অবস্থা। অথচ যোগাযোগ রাখার মাধ্যম একমাত্র ফোন। এক্ষেত্রে উপায় একমাত্র নেপালের টাওয়ার । ইন্দো নেপালে সীমান্তে উত্তরাখণ্ডের ব্যাস উপত্যকা, চুন্ডাস উপত্যকা ও ধরচুলা সাব ডিভিশনে চলছে আজব পদ্ধতি। দীর্ঘ দিন ধরে এখানে ভারতীয় কোনও মোবাইলের টাওয়ার নেই। সীমান্তের ওপারে রয়েছে নেপালের তৈরি মোবাইলের টাওয়ার। আর সেটি ব্যবহার করেই যোগাযোগ করতে হচ্ছে উত্তরাখণ্ড সীমান্তে ভারতীয়দের। এক কথায় ভরসা করতে হচ্ছে নেপালের ওপর। যে নেপাল অনৈতিক ভাবে ভারতের অংশ নিজের মানচিত্রের মধ্যে ঢুকিয়ে নিয়েছে, সেই নেপালের মোবাইল টাওয়ারের ভরসাতেই দিন কাটান এই তিন উপত্যকার প্রায় তিন হাজার মানুষ। কেউ আবার নেপালের সিম কার্ড ব্যবহার করে যোগাযোগের চেষ্টা করেন।
স্থানীয়রা জানিয়েছেন, এখানে সামান্য কয়েকটি অংশে বিএসএনএলের নেটওয়ার্ক পাওয়া যায়, তাও অধিকাংশ সময় তা থাকে না। তাই অনেকেই ভরসা করেন নেপালের সিম কার্ড, নেটওয়ার্ক ও টাওয়ারের ওপর। এখানকার ৪০ হাজার মানুষের কোনও নেটওয়ার্ক পরিষেবা নেই। তিন হাজার মানুষ নেপালের নেটওয়ার্কের ভরসাতেই সংযুক্ত থাকেন।
ধরচুলা সাব ডিভিশনের ম্যাজিস্ট্রেট এ কে শুক্লা জানিয়েছেন, এই মোবাইল নেটওয়ার্কের অসুবিধার কারণে এখানে মনরেগার কাজের টাকা দিতে অসুবিধা হয়, এখন অনলাইন ক্লাস চলছে, তার অসুবিধা হয়। তিনি নিজেই জানিয়েছেন, সীমান্তের ওপারে নেপালের নেটওয়ার্কের ওপর এই সীমান্তের বাসিন্দারা কতটা নির্ভরশীল।
যদিও উচ্চস্তরের প্রশাসন জানিয়েছে, এই এলাকায় চোরাপাচার রুখতেই মোবাইলের ব্যবহারে নিষেধাজ্ঞা চাপানো রয়েছে।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version