বাস ভাড়া না বাড়ানোয় পথে নেমে পরিষেবা না দেওয়ার হুমকি দিয়েছিল বাস মালিক সংগঠনগুলি। প্রত্যুতরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আইন দেখিয়ে পাল্টা হুঁশিয়ারি দিয়েছিলেন।
আর মুখ্যমন্ত্রীর সেই কড়া হুঁশিয়ারি পর বেসরকারি বাস মালিক সংগঠনের কর্তাদের সঙ্গে রাজ্য সরকারের বৈঠক হয় সমাধান সূত্রের লক্ষ্যে। কিন্ত বৈঠকে শেষে মিললো না কোনও রফাসূত্র।
আগামীকাল থেকে কলকাতা শহরের রাস্তায় আদৌ পর্যাপ্ত বাস নামবে কিনা সে বিষয়েও নিশ্চিত কোনও তথ্য দিতে পারল না বাস মালিক সংগঠনের কর্তারা।
নিজেদের মধ্যে ফের বৈঠকে বসবেন তাঁরা তারপর নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত।