Wednesday, November 12, 2025

‘গায়ের রং কালো’ অক্ষয়ের ঠাট্টায় অভিমানে বলিউড ছেড়েছেন এই অভিনেত্রী!

Date:

এবার বলিউডে অন্য অভিযোগ। উঠে এল বর্ণ বিদ্বেষের কথা। আর এই অভিযোগ অভিনেতা অক্ষয় কুমারের বিরুদ্ধে । অক্ষয় কুমারের সঙ্গে কাজ করেছিলেন অভিনেত্রী শান্তিপ্রিয়া৷ তাঁর গায়ের রং নিয়ে প্রায়সই মজা করতেন অক্ষয়৷ আর তাতে মনে আঘাত পান অভিনেত্রী৷ সরে যান বলিউড থেকে৷

অভিনেত্রী জানিয়েছেন, সৌগন্ধ এবং ইক্কে পে ইক্কা ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে অভিনয় করেন তিনি৷ কিন্তু তারপর তাঁকে আর দেখা যায়নি বলিউডে৷ এতদিন পর জানা গেল তার কারণ৷ একটি সর্বভারতীয় দৈনিকে মুখ খোলেন অভিনেত্রী৷ বলেন তাঁর গায়ের রং নিয়ে ঠাট্টা তামাশা করতেন তাঁর সহঅভিনেতা অক্ষয় কুমার৷ এমনকি একবার স্টকিং-এ ঢাকা শান্তিপ্রিয়ার হাঁটু দেখে অক্ষয় বলেছিলেন যে হাঁটুতে রক্ত জমেছে! এই সব একদম মেনে নিতে পারেননি শান্তিপ্রিয়া৷ মনের দুঃখে ছেড়ে দিয়েছিলেন বলিউডের কাজ৷ তিনি বলছেন, ‘এই কথাগুলি আমার বুকে বিঁধত৷ খুব কেঁদেছিলাম৷ তবে কখনও নিজেকে ফর্সা করতে ফেয়ারনেস ক্রিম ব্যবহার করিনি’৷


কিন্তু এই সাক্ষাৎকারের পর তিনি স্পষ্ট করেছেন যে অক্ষয় কুমার তাঁর সঙ্গে নিছক মজাই করতেন৷ তাঁকে কষ্ট দেওয়ার জন্য বা নিচু দেখানোর জন্য নয়৷ যদিও তাতে শান্তিপ্রিয়া কষ্ট পেয়েছিলেন কিন্তু কোনওভাবে অক্ষয়কে দোষী অভিযোগ করতে নারাজ তিনি৷
শান্তিপ্রিয়া ও তাঁর দিদি ভানুপ্রিয়া টিকতে পারেননি বলিউডে৷ গায়ের রং কালো, এই কথা শুনতে শুনতে খুবই অসহ্য হয়েছিল পরিস্থিতি৷ তাই শান্তিপ্রিয়ার কথায়, ‘চামড়ার রং নিয়ে খুব তারতম্য হয়৷ বলিউডে আমার গায়ের রং, আমার শত্রু হয়ে দাঁড়িয়েছিল৷ কাজের প্রতি আত্মবিশ্বাস হারিয়েছিলাম৷ এরপর যখন ছবি ফ্লপ হল, তখন আমার কেরিয়ারও শেষ হল’৷ ক্ষোভ তাঁর৷

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version