Thursday, August 28, 2025

দিনকয়েকের মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভা এবং শাসক বিজেপি দলের শীর্ষস্তরে ইদানিং কালের বৃহত্তম রদবদল হতে চলেছে৷ অনেকদিন ধরেই এ ধরনের জল্পনা চলছিলো, এখন আর তা ফেলে রাখতে চাইছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

দিল্লির নির্ভরযোগ্য সূত্রের খবর, প্রথমে দলে বড় ধরনের পরিবর্তন করার পরই রদবদল হবে কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ৷

অসমর্থিত সূত্রে আপাতত শোনা যাচ্ছে :

◾ কেন্দ্রীয় মন্ত্রিসভার কয়েক জন হেভিওয়েট মন্ত্রীকে সরকারি দায়িত্ব থেকে সরিয়ে দলের গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদে নিয়ে আসা হচ্ছে৷

◾আসন্ন বিহার নির্বাচনকে মাথায় রেখে মন্ত্রিসভা থেকে সরানো হতে পারে আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদকে। তিনি বিহারের ভূমিপুত্র। বিহার বিজেপি’র সাংগঠনিক শীর্ষে বসানো হতে পারে
বর্তমান আইনমন্ত্রীকে৷ পরিস্থিতি অনুসারে ঠিক করা হবে রবিশঙ্কর প্রসাদ-কে বিহার বিজেপি’র ‘মুখ’ করা হবে কি’না৷

◾চিন-সীমান্তের সাম্প্রতিক উত্তেজনাকর পরিস্থিতিতে
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং বিদেশমন্ত্রী জয়শঙ্করের ভূমিকায় কার্যত ‘হতাশ’ প্রধানমন্ত্রী৷ এই দুই মন্ত্রকে পরিবর্তন প্রায় নিশ্চিত৷

◾যে প্রত্যাশায় অর্থমন্ত্রী পদে নির্মলা সীতারমনকে আনা হয়েছিলো, তা পূরণে ব্যর্থ হয়েছেন তিনি৷
দীর্ঘদিন ধরেই জল্পনা চলছে নির্মলাকে সরানো হতে পারে পদ থেকে। এবার তিনি সরছেন৷ সম্ভবত অর্থমন্ত্রী পদে বসতে চলেছেন শিল্প-বাণিজ্য ও রেলমন্ত্রী পীযূষ গোয়েল৷

◾দল ও মন্ত্রিসভায় রদবদল নিয়ে প্রধানমন্ত্রী দিনকয়েক আগে কথা বলেছেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের শীর্ষ পদাধিকারীদের সঙ্গে৷ সেই বৈঠকে ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাও৷
সূত্রের খবর, এই বৈঠকে
একে একে তলব করা হয়েছিলো একাধিক হেভিওয়েট মন্ত্রীকে৷ অতীতে প্রধানমন্ত্রী বহুবার বলেছেন, পারফরম্যান্স-ই শেষ কথা৷ ঠিক মতো কাজ না করতে পারলে, সরতে হবে৷ জানা গিয়েছে, ওই বৈঠকে এক এক করে হেভিওয়েট মন্ত্রীদের ডেকে এ কথাই ফের বলেছেন প্রধানমন্ত্রী৷

রাজধানীর ক্ষমতার অলিন্দে এখন তুমুল জল্পনা চলছে দুটি নাম নিয়ে৷ প্রথম নাম, অমিত শাহ এবং দ্বিতীয় নাম
নীতিন গড়কড়ি৷ জানা গিয়েছে, আগামী রদবদলে প্রভূত ক্ষমতার অধিকারী হতে চলেছেন শাহ – গড়কড়ি৷ শোনা যাচ্ছে স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রকের এক্তিয়ারের বদল ঘটানো হচ্ছে৷ সীমান্তে চিন, পাকিস্তান, নেপাল- সহ নানা ফ্রন্টেই উত্তেজনা বাড়ছে৷ সীমান্তের উত্তেজনার সঙ্গে অঙ্গাঙ্গীভাবেই জড়িত দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়টি৷ এই দুই মন্ত্রক আলাদা হাতে থাকলে কো-অর্ডিনেশনের অভাবে সিদ্ধান্ত নিতে অহেতুক সময় নষ্ট হয়৷ সে কারনেই অন্যরকম কিছু ভাবা হচ্ছে বলে জানা গিয়েছে৷ আর সেই দুই বড় দায়িত্বই না’কি পেতে চলেছেন অমিত শাহ এবং
নীতিন গড়কড়ি৷

Related articles

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...

দু’দিনেই তিন হাজার আবেদন! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া

রাজ্যে ফিরেছেন কর্মসংস্থানহীন বহু শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর...
Exit mobile version