Sunday, May 18, 2025

বৃষ্টিতে ছিটকে গেল কেকেআর, এক বল না খেলেও প্লেঅফের শীর্ষে বেঙ্গালুরু

Date:

প্রত্যাশা মতোই কোহলির জয়ধ্বনি দিতে শনিবার সন্ধ্যায় সাদা জার্সিতে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে হাজির ছিলেন ‘বিরাট’ (Virat Kohli) ভক্তরা। ফ্ল্যাগ, টিফো, কাটআউট সবই ছিল। সঙ্গে সামান্য আশা ছিল কেকেআরের (Kolkata knight riders) জন্য। কিন্তু সবেতে জল ঢেলে দিলেন বরুন দেব। মাঠে আরসিবির বিরাট (VK) বনাম কেকেআরের বরুনের (Varun Chakraborty)লড়াই দেখার সুযোগ মিললো না। এক বল না খেলেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেল কলকাতা নাইট রাইডার্স, শীর্ষে পৌঁছে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)।

শনিবার রাতে চিন্নাস্বামী স্টেডিয়ামে বিষন্নতার সুর। বৃষ্টির কারণে নাইটদের মাঠে নেমে লড়াইয়ের শেষ চেষ্টা করার সুযোগ দেখা গেল না, আবার টেস্ট থেকে অবসর নেওয়ার পর ভক্তদের উন্মাদনাকে কুর্নিশ জানিয়ে বিরাট পারফরম্যান্স চাক্ষুষ করার সুযোগও মিললো না। তবে প্রশ্ন একটাই, যেখানে তিন সপ্তাহ আগে আবহাওয়ার পূর্বাভাস পাওয়ার দোহাই দিয়ে কলকাতার ইডেন গার্ডেনস থেকে ফাইনাল ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়া হয়, সেখানে কেন দুদিন পর বেঙ্গালুরুতে কেমন আবহাওয়া থাকবে তার আঁচ চলতি সপ্তাহের শুরুতে করতে পারলেন না আইপিএল কর্তারা? ক্রিকেটে চওড়া হচ্ছে রাজনীতি, যে কারণে নিরাশ হতে হচ্ছে সমর্থকদের। আরসিবি-কেকেআর (RCB vs KKR) ম্যাচ পরিত্যক্ত হয়ে যাওয়ায় দুই দলকেই এক পয়েন্ট করে ভাগ করে দেওয়া হয়। যার ফলে ১২ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে আরসিবি লিগ টেবিলের শীর্ষস্থানে রয়েছে।। অন্যদিকে, ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তালিকায় ষষ্ঠস্থানেই রয়ে গেল রাহানেরা। বেঙ্গালুরু সমর্থকদের পরিকল্পনা ছিল, কোহলির টেস্ট অবসরকে সম্মান জানাতে সাদা জার্সি পরে মাঠে উপস্থিত থাকবেন তাঁরা। হাজির হয়েছিলেন ঠিকই, কিন্তু প্ল্যানিংয়ে জল ঢাললো আবহাওয়া। যদিও সমর্থকরা বিরাটের আগামী ম্যাচের জন্য এই পরিকল্পনা বাস্তবায়িত করার ইচ্ছা প্রকাশ করেছেন।

 

Related articles

হায়দরাবাদের চারমিনারের সামনে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ১১ ইঞ্জিন!

রবিবাসরীয় সকালে হায়দরাবাদের চারমিনারের সামনে গুলজার হাউসে ভয়াবহ অগ্নিকাণ্ড (Massive fire near Hyderabads Charminar)। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১১টি...

কলকাতার রানিকুঠিতে যুবকের অস্বাভাবিক মৃত্যু, রানিদিঘি থেকে উদ্ধার দেহ!

রবিবাসরীয় সকালে কলকাতার রানিকুঠি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম অভিক দে (Avik Dey),...

মৌসুমী বায়ু- ঘূর্ণাবর্তের জোড়া ইনিংস, সপ্তাহ জুড়ে ঝড়বৃষ্টির দুর্যোগ জেলায় জেলায় 

কালবৈশাখীর ঝোড়ো হাওয়া আর কয়েক পশলা বৃষ্টিতে শনিবার রাত থেকে তাপমাত্রার পারদ সামান্য কমেছে। রবিবাসরীয় সকালে দক্ষিণবঙ্গের (South...

‘à§­ – à§©à§® – à§«à§«’, উৎপল সিনহার কলম 

মনের নাম মধুমতী আর চোখের নাম আয়না আমি দুহাতে চোখ ঢেকে রাখি মন যেন জানা যায় না ...চোখ দেখলেই নাকি মনের ভাব...
Exit mobile version