Friday, December 19, 2025

নিউটাউনের এলাহি ফ্ল্যাটে দিলীপ, দিন পেরোতে না পেরোতেই নোটিশ ফ্ল্যাটের মালিককে

Date:

Share post:

বলা ভাল বারো ঘর এক উঠোন। বিজেপি রাজ্য সভাপতি নিউটাউনের যে বিশাল ফ্ল্যাটে উঠে গিয়েছেন, এখন সেই ফ্ল্যাটকে এই নামের ট্যাগ দিয়েছে রাজনৈতিক মহল। তবে শুভ যাত্রার ২৪ ঘন্টা পেরতে না পেরতেই সেই ফ্ল্যাটের মালিককে নোটিশ ধরাল নিউটাউন-কলকাতা উন্নয়ন পর্ষদ। নির্দেশ, বাড়ির কাগজপত্র, দলিল, নকশাসহ কাল, বৃহস্পতিবার অফিসারের সঙ্গে দেখা করতে হবে। হঠাৎ কেন নোটিশ? বিজেপি বলছে এতদিন ফ্ল্যাট রয়েছে, কোনও সমস্যা হয়নি, এখন কেন হলো? রাজনৈতিক প্রতিহিংসা কোন পর্যায়ে পৌঁছেছে দেখুন। পাল্টা তৃণমূল কংগ্রেস বলেছে, এখানে প্রতিহিংসার কী হলো? এটা কো-ইন্সিডেন্ট হতেই পারে। ফ্ল্যাটের মালিকের কাগজপত্র নিশ্চিত আছে। তিনি দেখাতে পারলেই তো সমস্যা মিটে যাবে।

কিন্তু কে এই ফ্ল্যাটের মালিক? বিজেপি রাজ্য সভাপতি যে ফ্ল্যাটে গিয়েছেন তিনি শহরের এক নামকরা নার্সিংহোমের মালিকও। আগে তিনি নিজে থাকতেন। এখন ছেড়ে দিয়েছেন দিলীপকে। ১২টি ঘর, কনফারেন্স হল, তিনটি রান্নাঘর, বারান্দা নিয়ে এলাহি ব্যাপার। সেই নার্সিংহোমের মালিকের সৌজন্যে দিলীপ থাকবেন বিনা ভাড়ায়। দিলীপের বাসা বদল হলো বেশ কয়েকবার। প্রথমে বেলেঘাটা থেকে নিউটাউন। তারপর সল্টলেক থেকে ফের নিউটাউন। এবার নিউটাউনের জ্যোতিভিম এলাকার এই আবাসনের ৬তলায়। দিলীপ বলছেন, জায়গার অভাব হচ্ছিল। ১৮জন নিরাপত্তারক্ষীর থাকার সমস্যা হচ্ছিল। সেই সঙ্গে বাড়ির বিদ্যুতের মিটার কমার্সিয়াল হওয়ায় বিলও লম্বা-চওড়া হচ্ছিল। কিন্তু রাজনৈতিকমহলের প্রশ্ন, একজন ব্যবসায়ী কেন বিনা ভাড়ায় রাজ্য বিজেপি সভাপতিকে থাকতে দিলেন? এ নিয়ে নানা ব্যাখ্যা এবং অনুসন্ধান চলছে। দিলীপ অবশ্য এসব সমালোচনা ফুৎকারে উড়িয়ে বলেছেন, যে যা ভাবছে, বলছে বলুক। পারলে কিছু করে দেখাক।

spot_img

Related articles

ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা, কমিশনকে নিশানা ব্রাত্যর

শিক্ষকদের বিএলওর কাজে যুক্ত করে পঠন-পাঠনে এমনিই ব্যাঘাত সৃষ্টি করেছে নির্বাচন কমিশন। এদিকে, সামনেই মাধ্যমিক পরীক্ষা। তাই ওই...

দু-মলাটে প্রকাশ হল তৃণমূল সরকারের দেড় দশকের রিপোর্ট কার্ড ‘উন্নয়নের পাঁচালি’

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) উদ্বোধন করেছিলেন আগেই। শুক্রবার বই আকারে প্রকাশিত হল তৃণমূল সরকারের (TMC Government) দেড়...

৬০ কোটির কেলেঙ্কারির ঝামেলায় আবারও নাম জুড়লো শিল্পা শেট্টির

শিল্পা শেট্টির বাড়িতে তল্লাশি! ৬০ কোটির কেলেঙ্কারির অভিযোগে ক্ষুব্ধ অভিনেত্রী বললেন, “আমি নির্দোষ”। ৬০ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির...

একসঙ্গে মাধ্যমিক পরীক্ষা ও ভোটার তালিকা সংশোধন চললে সমস্যা: কমিশনকে চিঠি পর্ষদের

মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে আয়োজনের স্বার্থে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার কাজের সময়সূচি ও দায়িত্ব বণ্টন নিয়ে নির্বাচন...